অনলাইন ডেস্ক
কাতারের মধ্যস্থতায় জিম্মিদের মুক্তি ও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তবে এরই মধ্যে ইসরায়েল ঘোষণা দিয়েছে, এই সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার আরও অন্তত ২ মাস তীব্র লড়াই চালিয়ে যাবে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত গতকাল বৃহস্পতিবার ইসরায়েলি নৌসেনাদের উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা জানান।
ইসরায়েলি সংবাদমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সৈনিক উদ্দেশে গ্যালান্ত বলেছেন বিশ্রাম নেওয়ার কোনো সুযোগ নেই। শিগগিরই আবার মাঠে নামতে হবে। হামাসের বিরুদ্ধে লড়াই এখনো শেষ হয়নি। এই বিরতি সাময়িক সময়ের জন্য মাত্র।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘এই সাময়িক যুদ্ধবিরতি শেষ হয়ে যাওয়ার পরপরই ইসরায়েলের সশস্ত্রবাহিনী হামাসের বিরুদ্ধে আরও অন্তত দুই মাস তীব্র লড়াই চালিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আগামী কয়েক দিনে প্রথম যে বিষয়টি আপনার দেখবেন তা হলো—জিম্মিদের মুক্তি। তবে বিষয়টি নিয়ে স্বস্তির নিশ্বাস ফেলার সুযোগ নেই। এটি কেবলই সাময়িক বিরতি।’
ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ অভিযান পরিচালনাকারী ইউনিটের উদ্দেশে দেওয়া ওই ভাষণে গ্যালান্ত বলেন, ‘এই যুদ্ধবিরতির সময়ে নিজেরা আবারও সুসংগঠিত হন, বোঝাপড়া তৈরি করুন, অস্ত্র নিয়ে প্রস্তুত হন এবং হামলা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হন।’ তিনি আরও বলেন, ‘এই অভিযান চলতে থাকবে। কারণ আমাদের জয় ছিনিয়ে আনতে হবে এবং বাকি জিম্মিদের মুক্তির পরিবেশ সৃষ্টি করতে হবে। কারণ তাদের কেবল (হামাসের ওপর) চাপ প্রয়োগের মাধ্যমেই ফিরিয়ে আনা সম্ভব।’
এ সময়ই ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা দেন যে, যুদ্ধ আরও অন্তত ২ মাস চালিয়ে যেতে হবে। তিনি বলেন, ‘আমরা প্রত্যাশার করছি আমাদের আরও দুই মাস যুদ্ধ করতে হবে।’