Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মক্কা-মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কার করবে সৌদি আরব

অনলাইন ডেস্ক

মক্কা-মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কার করবে সৌদি আরব

মুসলমানদের কাছে পবিত্র শহর মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কারের পরিকল্পনা করেছে সৌদি আরব। গত সোমবার মক্কায় এক অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই পরিকল্পনার কথা জানান। 

গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হজ করতে আসা মুসলমানরা মক্কা ও মদিনার যেসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন, সেসবের সংস্কার করা হবে বলে জানিয়েছেন আল রাবিয়াহ। এই কাজে সরকার বেশ কয়েকটি অংশীদারের সহযোগিতা নেবে। 

মক্কার সাংস্কৃতিক অঞ্চল হিরায় এক অনুষ্ঠানে তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘পবিত্র মক্কা এবং আল মদিনা আল মুনাওয়ারায় আল্লাহর মেহমানদের অভিজ্ঞতা যেন আরও সমৃদ্ধ এবং অবিস্মরণীয় হয় সে লক্ষ্যে কাজ করা হবে। পবিত্র মক্কা এবং আল মদিনা মুনাওয়ারার মহান ইতিহাস রয়েছে এবং মুসলমানরা এটি সম্পর্কে জানতে আগ্রহী।’ 

মক্কায় আছে গ্র্যান্ড মসজিদ ও মদিনায় নবীজির (সাঃ) মসজিদ। দেশি-বিদেশি কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে নামাজ পড়তে যান। হজে ছাড়া ওমরাহর জন্যও প্রতি বছর বহু মুসলিম গ্র্যান্ড মসজিদে যান। 

হজ ও ওমরাহ পালনে আসা মুসল্লিরা মদিনায় মসজিদে নবুবিতে। সেখানে আছে মহানবীর (সাঃ) রওজা শরিফ।

এই মৌসুমে ওমরাহ বা অন্যান্য তীর্থযাত্রার জন্য বিদেশ থেকে প্রায় ১ কোটি মুসলমানের সমাগম হবে বলে প্রত্যাশা করছে ইসলামের জন্মস্থান সৌদি আরব।

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ

হামাস নয়, গাজা শাসন করবে ‘আন্তর্জাতিক প্রশাসন’, আরও যা আছে প্রস্তাবে

সংযুক্ত আরব আমিরাতে ভারতীয় নারীর মৃত্যুদণ্ড কার্যকর

গাজা পুনর্গঠনে জরুরি বৈঠকে বসছে আরব দেশগুলো

গাজাবাসীদের মিসরের সিনাইয়ে পাঠানোর প্রস্তাব ইসরায়েলি আইনপ্রণেতার

অন্তর্বর্তী সরকার পরিচালনায় সাংবিধানিক ঘোষণাপত্র তৈরি করছে সিরিয়া

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল