হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

যুদ্ধের মাঝেই ৬ থাই জিম্মিকে মুক্তি দিল হামাস

গাজায় চলমান যুদ্ধের মাঝেই ৬ জিম্মি থাই নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে তাঁদের মুক্তি দেওয়া হয়েছে। থাই কর্মকর্তারা বলেছেন, গাজা থেকে আজই থাইল্যান্ড গিয়ে পৌঁছাবেন তাঁরা।

ইসরায়েলের সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাতারে অবস্থানরত হামাসের হাইকমান্ডের একটি সূত্র এএফপিকে নিশ্চিত করে বলেছে যে আন্তর্জাতিক রেডক্রস ও রেড ক্রিসেন্ট কমিটির (আইআরআরসি) প্রতিনিধিদের কাছে এই জিম্মিদের হস্তান্তর করা সম্পন্ন হয়েছে।

ইসরায়েলের একটি হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ইতিমধ্যে একটি যাত্রীবাহী বিমান তাঁদের নিয়ে থাইল্যান্ডের উদ্দেশে রওনা হয়ে গিয়েছে বলেও জানানো হয়। ছয় সপ্তাহ বন্দী থাকার পর এই ৬ জনকে বহনকারী বিমান থাইল্যান্ডের রাজধানীর সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করবে বলে আশা করা হচ্ছে।

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালানোর পর ২৪২ জনকে জিম্মি করেছিল। জিম্মিদের মধ্যে ইসরায়েলিদের সংখ্যা ১০৪ । বাকি ১৩৮ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকেরা রয়েছেন। থাই জিম্মির সংখ্যা ৩২।

নভেম্বরের শেষ দিকে যুদ্ধবিরতির মাঝে ১৭ থাই জিম্মিকে মুক্তি দেয় হামাস। এ দফায় ৬ জন মুক্তি পাওয়ায় হামাসের জিম্মায় থাকা থাই বন্দীর সংখ্যা দাঁড়াল ৯ জনে।

সকল থাই জিম্মিকে মুক্ত করার জন্য হামাসের সঙ্গে যোগাযোগ করে চলছে থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং থাই মুসলিমদের কয়েকটি সংগঠন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অভিযানের সময় থাইল্যান্ডের প্রায় ৩০ হাজার নাগরিক ছিল ইসরায়েলে। তাঁদের বেশির ভাগই রাজ্যের উত্তর-পূর্বের দরিদ্র প্রদেশের অভিবাসী শ্রমিক।

থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, গাজায় চলমান যুদ্ধে ২৯ থাই নাগরিক নিহত এবং ১৯ জন আহত হয়েছেন।

এদিকে, গাজা উপত্যকায় প্রায় দুই মাস ধরে চলা ইসরায়েলি হামলায় ১৫ হাজার ৫২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ৪১ হাজার ৩১৬ জন। গতকাল রোববার ফিলিস্তিনি ভূখণ্ডটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানায়।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন