হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ইসরায়েলে ক্ষমতায় ফিরছেন কট্টর ডানপন্থী নেতানিয়াহু 

আবারও ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন দেশটির সাবেক ও দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটি নেতানিয়াহুর জোটের জয়ের বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলের বর্তমান অন্তর্বর্তী প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ নেতানিয়াহুকে তাঁর জয়ে অভিনন্দন জানিয়েছেন। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, বিগত চার বছরের মধ্যে চতুর্থবারের মতো অনুষ্ঠিত এই নির্বাচনের মাধ্যমে দেশটির ইতিহাসে সম্ভবত সবচেয়ে কট্টর ডানপন্থীদের সরকার গঠিত হতে যাচ্ছে। দেশটির সেন্ট্রাল ইলেকশন কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত ৯৯ শতাংশ ভোট গণনা করা হয়েছে এবং এতে নেতানিয়াহু ও তাঁর জোটই এগিয়ে রয়েছে। ১৪ মাস বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালনের পর নেতানিয়াহু এই নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে যাচ্ছেন।

এদিকে নেতানিয়াহুর এই জয়ে অভিনন্দন জানিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদ। তাঁর কার্যালয় থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী লাপিদ নির্বাচনে বিজয়ের জন্য বিরোধীদলীয় নেতা নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন এবং তাঁকে জানিয়েছেন যে, তিনি তাঁর পুরো কার্যালয়কে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন।’

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাত দিয়ে তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সি জানিয়েছে, নেতানিয়াহুর নিজের দল লিকুদ পার্টি পেয়েছে ৩১টি আসন, জোটের অন্যান্য শরিকের মধ্যে কট্টর ডানপন্থী রিলিজিয়াস জায়োনিজম পার্টি পেয়েছে ১৪টি আসন, শাস পার্টি পেয়েছে ১২টি আসন এবং ইউনাইটেড তোরাহ জুডাইজ্ম পার্টি পেয়েছে ৮টি আসন।

নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইয়ের লাপিদের দল ইয়েশ আতিদ পার্টি ২৪টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর জোটের অন্য দল দেশটির প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তেজের দল ন্যাশনাল ইউনিটি পার্টি পেতে পারে ১২টি আসন এবং বর্তমান অর্থমন্ত্রী আভিগদর লাইবারম্যানের দল ইসরায়েল বেইতিনু পেতে পারে ৫টি আসন।

এ ছাড়া, নির্বাচনে মনসুর আব্বাসের নেতৃত্বাধীন ইউনাইটেড আরব লিস্ট নেসেটে ৫টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাশাপাশি ডেমোক্রেটিক ফ্রন্ট ফর পিস অ্যান্ড ইকুয়ালিটি বা হাদাশ পেয়েছে ৫টি আসন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন