Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজা যুদ্ধবিরতি আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে: হামাস

অনলাইন ডেস্ক

গাজা যুদ্ধবিরতি আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে: হামাস

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন শেষ করার লক্ষ্যে যুদ্ধবিরতির যে আলোচনা চলছে, তা যেকোনো সময়ে ভেস্তে যেতে পারে। ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের এক শীর্ষ নেতা নাম প্রকাশ না করার শর্তে লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনকে এ কথা বলেছেন। গত রোববার ওই নেতা এই সতর্কবার্তা দিয়েছেন। 

হামাসের ওই শীর্ষ নেতা জানিয়েছেন, গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলি দখলদারদের সঙ্গে চলমান আলোচনা যেকোনো সময় ভেস্তে যেতে পারে। আল-মায়েদিনকে ওই নেতা বলেছেন, ‘হামাস দৃঢ়ভাবে মধ্যস্থতাকারীদের জানিয়ে দিয়েছে যে, যতক্ষণ (গাজায় ইসরায়েলি) হত্যাকাণ্ড ও প্রতিদিনের নৃশংসতা অব্যাহত থাকবে, ততক্ষণ আলোচনার কোনো ফল আসবে না।’ 
 
সূত্রটি আরও বলেছেন, ‘আলোচনা ব্যাহত করার লক্ষ্যে ইসরায়েলি পক্ষের স্থবির কৌশলে ব্যাপকভাবে হতাশ হামাস।’ তাঁর এই বক্তব্য এমন সময়ে এল, যার মাত্র কয়েক ঘণ্টা আগে পশ্চিম খান ইউনিসের আল-মাওয়াসিতে ব্যাপক হত্যাকাণ্ড চালিয়েছে। এরই মধ্যে গুঞ্জন উঠেছে যে, এই হত্যাকাণ্ডের প্রতিবাদে হামাস নিজেদের আলোচনা থেকে সরিয়ে নিতে পারে। 

বার্তা সংস্থা এএফপি ও অন্যান্য গণমাধ্যমগুলো এ ধরনের প্রতিবেদন প্রকাশ করেছিল। তবে তবে এ সংক্রান্ত এ বিবৃতিতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জাত আল-রাশাক বলেছেন, হামাস পশ্চিম খান ইউনিসে আল-মাওয়াসি গণহত্যার প্রতিক্রিয়া হিসেবে আলোচনা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এ ধরনের প্রতিবেদন ‘সম্পূর্ণ ভিত্তিহীন’। 

আল-রাশাক জোর দিয়ে বলেন, ‘ইসরায়েলি প্রধানমন্ত্রী (বেনিয়ামিন) নেতানিয়াহু ও তাঁর নাৎসি সরকার আমাদের জনগণের বিরুদ্ধে যে নাৎসি কার্যক্রম চালিয়ে যাচ্ছে তার লক্ষ্য আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করার জন্য যেকোনো চুক্তির প্রচেষ্টাকে ব্যর্থ করা এবং এই বিষয়টি সবার কাছে স্পষ্ট হয়ে গেছে।’

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা