হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ফিলিস্তিনে খ্রিষ্টানদের লক্ষ্য করে ইহুদিদের থুতু, নিন্দা জানাল যুক্তরাষ্ট্র

জেরুজালেমে গির্জায় এবং খ্রিষ্টান ধর্মাবলম্বীদের লক্ষ্য করে ইসরায়েলি ইহুদিদের থুতু নিক্ষেপের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র আজ শনিবার জেরুজালেমের ওল্ড সিটিতে খ্রিষ্টানদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের সাম্প্রতিক ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, ‘যদি একই কাজ ইহুদির বিরুদ্ধে ঘটত, তাহলে সেই আচরণকে আমাদের ইহুদি–বিদ্বেষী (অ্যান্ট সেমিটিজম) বলে বর্ণনা করতে আমাদের কোনো সমস্যা হবে না।’ 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেন প্রশাসনের ইহুদি–বিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের বিশেষ দূত ডেবোরাহ লিপস্ট্যাড এসব কথা বলেছে। 
এই নিন্দনীয় কাজের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করায় ইসরায়েলি আইন প্রয়োগকারী সংস্থার প্রশংসা করেছেন তিনি। 

গির্জা বা খ্রিষ্টান পুরোহিতদের লক্ষ্য করে থুতু নিক্ষেপের ঘটনা অবশ্য নতুন নয়। ফিলিস্তিনের সংখ্যালঘু গোষ্ঠীর অন্তর্গত বিশ্বাসীদের অপমান করার একটি নিয়মিত কৌশল হয়ে উঠেছে এটি। সাম্প্রতিক বছরগুলোতে সেই কৌশল মুসলিমদের ওপর প্রয়োগ করছে ইসরায়েলের আশকেনাজি ইহুদিরা (কট্টরপন্থী ইহুদি)। 

এদিকে জেরুজালেমে খ্রিষ্টানদের ওপর থুতু ফেলার সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও নিন্দা জানিয়েছেন। শনিবার তাঁদের সঙ্গে যোগ দিলেন মার্কিন বিশেষ দূত ডেবোরা লিপস্ট্যাড। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, গত সপ্তাহের শুরুতে যখন কয়েক হাজার ইহুদি সুকোতের (ইহুদি ধর্মীয় উৎসব) ছুটিতে ওল্ড সিটির চারপাশে উৎসবে জড়ো হচ্ছিল, তখন খ্রিষ্টানদের একটি দলকে একটি বড় ক্রুশ বহন করে গির্জা থেকে বের হতে দেখা যায়। একই সময়ে শত শত ইহুদির একটি শোভাযাত্রা ওল্ড সিটির দেয়ালের চারপাশে জড়ো হয়। ইহুদিরা খ্রিষ্টানদের লক্ষ্য করে তখন থুতু ফেলতে শুরু করে। 

ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারাও অবশ্য এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন এবং এর সমাধানে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু গত মঙ্গলবার ইংরেজি এবং হিব্রু ভাষায় নিন্দার বিবৃতি প্রকাশ করেছেন। 

গত বুধবার ইসরায়েল পুলিশ জেরুজালেমের খ্রিষ্টান সম্প্রদায় এবং গির্জায় থুতু ফেলার ঘটনায় সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন