অনলাইন ডেস্ক
ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় দক্ষিণ গাজায় একই পরিবারের প্রায় ২২ সদস্য নিহত হয়েছেন। আজ রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
গাজায় নিযুক্ত আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজউম জানিয়েছেন, ইসরায়েলি যুদ্ধবিমান দক্ষিন গাজার খান ইউনিসের কাছে আবু দাক্কা পরিবারের বাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে একই পরিবারের অন্তত ২২ জন সদস্য নিহত হন।
তারেক আবু আজউম আরও জানান, নিহতদের মধ্যে সাত শিশুও রয়েছে। বেসামরিক উদ্ধারকারী দলগুলো এখনও ধ্বংসপ্রাপ্ত বাড়ির ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা পরিবারের ছয় সদস্যকে উদ্ধারের চেষ্টা করছে।
এদিকে গতকাল শনিবার সকালে নজীরবিহীন এ হামলা শুরু করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাঁরা মাত্র ২০ মিনিটের মধ্যে ৫ হাজার ইসরায়েলের দিকে ৫ হাজার মিসাইল ছোড়ে। একইসঙ্গে স্থলপথ, জলপথ ও আকাশপথে ইসরায়েলে ঢুকে পড়ে হামাস যোদ্ধারা।
ইসরায়েলও এমন পরিস্থিতিতে যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের রক্তক্ষয়ী এ যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ছয়শ’র অধিক ইসরায়েলি সেনা নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৮০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।