হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আসাদ সরকারের পতনের পর দামেস্কে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট চালু

সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট সংযুক্ত আরব আমিরাতের শারজার উদ্দেশে উড্ডয়ন করে। ছবি: এএফপি

বাশার আল-আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজধানী দামেস্কের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল এক মাস বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টায় দামেস্কের প্রধান বিমানবন্দর থেকে আমিরাতের শারজার উদ্দেশে প্রথম ফ্লাইট উড্ডয়ন করে। আরব নিউজ এ তথ্য জানিয়েছে।

সদ্য বিদায়ী বছরের ৮ ডিসেম্বর ইসলামপন্থী বিদ্রোহীদের নেতৃত্বে প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। আন্তর্জাতিক ত্রাণবাহী উড়োজাহাজ এবং অভ্যন্তরীণ ফ্লাইট চলাচল বন্ধ হলেও বেশ আগেই আবার চালু হয়।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, আজ স্থানীয় সময় বেলা ১১টা ৪৫ মিনিটে দামেস্ক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ১৪৫ জন যাত্রী নিয়ে সিরিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইট শারজার উদ্দেশে উড্ডয়ন করে।

বিদেশি কূটনীতিকেরা এরই মধ্যে দেশটিতে ঘুরে গেছেন। আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে প্রায় ১৩ বছর পর দামেস্কে ফ্লাইট পরিচালনার ঘোষণা দিয়েছে কাতার এয়ারওয়েজ। দামেস্ক থেকে প্রতি সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে তারা।

গত রোববার ফ্লাইট চালুর বিষয়টি জানিয়ে সিরিয়ার বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষের প্রধান আশহাদ আল-সালিবি জানান, রাজধানী দামেস্ক ও আলেপ্পো বিমানবন্দরে ফ্লাইট চালুর কাজ শুরু হয়েছে। এ দুটির বন্দর আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামার জন্য প্রস্তুত হয়েছে।

এদিকে তুরস্ক ও কাতার সিরিয়াকে বিদ্যুৎ উৎপাদনকারী দুটি জাহাজ দেওয়ার ঘোষণা দিয়েছে। আসাদের শাসনামলে অবকাঠামোগত ক্ষতির কারণে বিদ্যুৎ-সংকট মোকাবিলায় সহায়তা হিসেবে দুটি জাহাজ দেওয়া হচ্ছে। তবে কখন সিরিয়া এই দুটি জাহাজ গ্রহণ করবে, তা উল্লেখ করা হয়নি।

এদিকে গতকাল সোমবার সিরিয়ায় শাসন কাঠামোর সঙ্গে লেনদেনের ওপর নিষেধাজ্ঞা ৬ মাসের জন্য অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সহায়তার প্রবাহ বৃদ্ধি করার উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় দেশটি। এই অব্যাহতি বলবৎ থাকবে আগামী ৭ জুলাই পর্যন্ত। এ সময়ের মধ্যে জ্বালানি লেনদেন এবং ব্যক্তিগত রেমিট্যান্সের মাধ্যমে সিরিয়ায় অর্থ পাঠানো যাবে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন