হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

মুসলিম দেশগুলোকে অভিনন্দন জানাল ইরান

মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান। ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশ্বের মুসলমানসহ মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের অভিনন্দন জানান তিনি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এক্স (সাবেক টুইটার) পোস্টে ঐক্য সপ্তাহ উপলক্ষে এই অভিনন্দন জানান। ঐক্য সপ্তাহ পালনে ইমাম খোমেইনির উদ্যোগকে তিনি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও মুসলমানদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সৃষ্টির লক্ষ্যে ঐক্য সপ্তাহের গুরুত্ব ও মূল্যবোধের বিষয়টির ওপরও জোর দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, আহলে সুন্নাতের অনুসারীরা রবিউল আউয়াল মাসের ১২ তারিখকে মুহাম্মদ (সা.)-এর জন্মদিন হিসেবে উদ্‌যাপন করে। অপর দিকে একই মাসের ১৭ তারিখকে নবীজির জন্মদিন হিসেবে উদ্‌যাপন করে শিয়া মুসলমানেরা।

মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে ইরানের ইসলামি বিপ্লবের রূপকার মরহুম ইমাম খোমেইনি রবিউল আউয়ালের ১২ থেকে ১৭ তারিখ পর্যন্ত সময়কালকে ঐক্য সপ্তাহ হিসেবে ঘোষণা করেছিলেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন