সর্বাধিক বিক্রীত বইয়ের লেখক ও জনপ্রিয় ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ড. জর্ডান বি পিটারসন। সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সেলিব্রিটি বিশেষজ্ঞ বুদ্ধিজীবী তিনি। গতকাল শনিবার ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার কিছুক্ষণ পরই এ নিয়ে এক্স প্ল্যাটফর্মে (টুইটার) সরব হয়েছেন পিটারসন।
এক্সে দেওয়া স্ট্যাটাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ট্যাগ করে জর্ডান পিটারসন বলেছেন, ‘ওদের জেলে পাঠান নেতানিয়াহু। যথেষ্ট হয়েছে।’
শুধু তাই নয়, প্রেসিডেন্ট থাকাকালীন আরব–ইসরায়েল সমস্যা সমাধানে ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগের পক্ষে দাঁড়িয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের তীব্র সমালোচনাও করেছেন পিটারসন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ট্যাগ করে লিখেছেন, ‘বাস্তবতা হলো, বাইডেন যদি তাদের অযৌক্তিকভাবে একঘরে করে না রাখতেন তাহলে সৌদি আরব ঠিকই আব্রাহাম অ্যাকর্ডে স্বাক্ষর করত। তাহলে এখন ইসরায়েলের বিরুদ্ধে ইরানের উসকানির ঠেকাতে নামত সৌদি আরব। (প্রেসিডেন্ট বাইডেন) এই দায় আপনার।’