হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আলেপ্পোর পর এবার ইদলিবের দিকে অগ্রসর হওয়ার দাবি সিরিয়ার বিদ্রোহীদের

সিরিয়ার আবারও নতুন করে শুরু হয়েছে বিদ্রোহীদের হামলা। ছবি: আনাদোলু

সিরিয়ার ঐতিহাসিক শহর আলেপ্পোর দখল নেওয়ার পর এবার ইদলিবের দিকে অগ্রসর হওয়ার দাবি করেছে বিদ্রোহীরা। লন্ডনভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ কথা জানিয়েছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে দ্রুত অগ্রসর হয়ে সরকারি বাহিনীর কাছ থেকে ৫০টিরও বেশি গ্রাম দখল করেছে। গত বুধবার থেকে উত্তর সিরিয়ায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিব ও আলেপ্পোর গ্রামীণ এলাকায় দ্রুত অগ্রসর হচ্ছে।

আজ রোববার সকাল থেকেই সশস্ত্র গোষ্ঠীগুলো ইদলিবের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ৫০টির বেশি গ্রাম দখল করেছে, যেগুলো আগে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের নিয়ন্ত্রণে ছিল। বুধবার আলেপ্পোর পশ্চিমাঞ্চলীয় গ্রামীণ এলাকায় সংঘর্ষ শুরু হয়।

এরপর, গত ২৭-২৮ নভেম্বর সরকারবিরোধী গোষ্ঠীগুলো আলেপ্পোর পশ্চিমাঞ্চলের গ্রাম থেকে কেন্দ্রীয় অংশের দিকে দ্রুত অগ্রসর হয় এবং সংঘর্ষের দ্বিতীয় দিনে ইদলিবের গ্রামীণ এলাকার অনেক অঞ্চল দখল করে। শুক্রবার ওই গোষ্ঠীগুলো আলেপ্পোর শহরের কেন্দ্রে প্রবেশ করে এবং সন্ধ্যার মধ্যে কেন্দ্রীয় জেলাগুলোতে পৌঁছে যায়।

এর আগে, কাজাখস্তানের রাজধানী আস্তানায় অনুষ্ঠিত আলোচনায় ‘অবস্থান নিরপেক্ষ অঞ্চল’ চুক্তির পরও ২০১৯ সালে সিরিয়ার সরকার তীব্র আক্রমণের মাধ্যমে এসব গ্রাম দখল করেছিল।

এদিকে, গত বৃহস্পতিবার বিদ্রোহী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম (এইচটিএস) কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরা এবং তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানিয়েছিল, তাদের যোদ্ধারা আলেপ্পোর বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে। তারা দাবি করেছিল, আলেপ্পো ও ইদলিব প্রদেশের ৪০০ বর্গকিলোমিটার এলাকা তারা নিয়ন্ত্রণে নিয়েছে। একই সঙ্গে তারা সিরিয়ার সামরিক বাহিনীর কাছ থেকে বিপুল পরিমাণে ভারী অস্ত্র ও গোলাবারুদ দখলের দাবি করে।

এদিকে, সিরিয়া সরকার জানিয়েছে, তাদের সামরিক বাহিনী উগ্র সন্ত্রাসবাদীদের ওপর হামলা চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে এবং সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে নেওয়া বেশ কিছু এলাকা পুনরুদ্ধার করেছে। এ ছাড়া, স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, ইদলিব ও আলেপ্পোয় সিরিয়ার সরকার বাড়তি সেনা মোতায়েন করেছে।

উল্লেখ্য, ২০২০ সালে রাশিয়া ও তুরস্কের মধ্যস্থতায় হায়াতে তাহরির আশ-শাম এবং সিরিয়া সরকারের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি হয়। প্রায় চার বছর পরে এসে সেই চুক্তি লঙ্ঘন করে এই সন্ত্রাসী গোষ্ঠী সিরিয়ার উত্তরাঞ্চলে উগ্রবাদী তাণ্ডব চালাল।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন