হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি বাদশার অতিথি হিসেবে ৯০ দেশের ১৩০০ জন পাচ্ছেন বিনাখরচে হজের সুযোগ

হজের বাকি আর মাত্র কয়েক দিন। ইতিমধ্যে হজ করতে সৌদি আরবে গেছেন বিভিন্ন দেশের হজযাত্রীরা। প্রতি বছর সৌদি আরবে বাদশাহর অতিথি হয়ে অনেকে হজ করার সুযোগ পান। এবার এই সুযোগ পাচ্ছেন ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রী।

গতকাল শনিবার বাদশাহ সালমান এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছেন। সেখানে বলা হয়েছে, বাদশাহ এবার ৯০টি দেশের ১ হাজার ৩০০ জন হজযাত্রীকে নিজ খরচে হজ করাবেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুই পবিত্র মসজিদের অভিভাবক অতিথি প্রোগ্রামের আওতায় এসব হজযাত্রীদের হজের সমস্ত ব্যয়ভার বহন করবে সৌদি সরকার।

সৌদি বাদশাহর অতিথিদের হজ করার বিষয়টি দেখাশোনার দায়িত্বে রয়েছেন ইসলামিক সম্পর্কবিষয়ক মন্ত্রী আব্দুল লতিফ আল-আসেখ। তিনি বলেছেন, মুসলিম ও ইসলামিক বিশ্বের সঙ্গে সম্পর্কোন্নয়নের যে প্রচেষ্টা রাজতন্ত্র করে থাকে, এটি তারই প্রতিফলন।

বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সিকে আব্দুল লতিফ আরও বলেছেন, ‘এই অসাধারণ আয়োজন প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে করা হয়। এর মাধ্যমে বিশ্বের হাজারখানেক মুসলিম হজ করার সুযোগ পেয়ে থাকেন। এই সুসংগঠিত ব্যবস্থায় তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা হয়।’

যেসব দেশের মুসলিমরা বাদশাহর অতিথি হয়ে হজ পালনের সুযোগ পেয়েছেন, তাঁদের বিষয়ে সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও ধর্মীয় সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে সৌদি সরকার। তাঁদের ভিসা প্রদান, হজ করতে আসা এবং হজ করে নিজ দেশে ফিরে যাওয়ার আগ পর্যন্ত পুরো বিষয়টির সঙ্গে সমন্বয় করছে দেশটি।

এ মাসের শুরুতে ফিলিস্তিনের ১ হাজার মুসলিমের হজের ব্যবস্থা করার জন্য নির্দেশনা জারি করেন বাদশাহ সালমান।

ইতিমধ্যে সেনেগাল থেকে ৫৫৪ জনের হজযাত্রীদের প্রথম দল মদিনা থেকে মক্কায় পৌঁছেছেন। তাঁদের হজ পরিষেবা প্রদানকারীদের পক্ষ থেকে অভ্যর্থনা জানানো হয়েছে। 

সেনেগালের হজবিষয়ক অফিসের কর্মকর্তারা হজযাত্রীদের জন্য প্রদত্ত সুবিধার জন্য সৌদি সরকারের কাছে তাঁদের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন