Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

কাতারে প্রাপ্তবয়স্কদের ৭৫% টিকা পেয়েছেন

অনলাইন ডেস্ক

কাতারে প্রাপ্তবয়স্কদের ৭৫% টিকা পেয়েছেন

কাতারের জনসংখ্যার প্রাপ্তবয়স্কদের ৭৫ শতাংশের বেশি অন্তত এক ডোজ টিকা পেয়েছেন। এ ছাড়া ৬৪ দশমিক ২ শতাংশ লোক পেয়েছেন দুটি করে ডোজ। গতকাল রোববার দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম পেনিনসুলা কাতারের প্রতিদিনে বলা হয়েছে, জাতীয় কোভিড–১৯ টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ৩২ লাখ ৪৯ হাজার ২৬৫ ডোজ টিকা সরবরাহ করা হয়েছে। প্রতি ২৪ ঘণ্টায় গড়ে ২২ হাজার ৯৭৭ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে। এরই মধ্যে ৬০ বছরের বেশি বয়সীদের ৯৭ দশমিক ৬ শতাংশ লোক কমপক্ষে একটি করে ডোজ পেয়েছেন। আর তাঁদের মধ্যে ৯২ দশমিক ৫ শতাংশ পেয়েছেন দুটি করে ডোজ। 

এদিকে কাতারে গতকাল নতুন করে ৬৪ জন স্থানীয় নাগরিক এবং ৫৭ জন ভ্রমণকারী করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে ২ লাখ ২০ হাজার ৪৪৯ জন করোনা রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়। 

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কাতারে এ পর্যন্ত ২২ হাজার ৫৭৪ জন করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন।

গাজার বিদ্যুৎ সরবরাহ বন্ধের নির্দেশ দিল ইসরায়েল

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা হলে পানি সংকটে পড়বে উপসাগরীয় অঞ্চল, কাতারের প্রধানমন্ত্রীর সতর্কবার্তা

সিরিয়ায় আসাদপন্থীদের সঙ্গে নতুন সংঘর্ষে নিহত হাজারের বেশি, ঐক্যের ডাক প্রেসিডেন্টের

ইরান থেকে বিদ্যুৎ আমদানিতে ইরাকের বাধা যুক্তরাষ্ট্র

মস্কো-ওয়াশিংটন বৈঠকের পর এবার যুক্তরাষ্ট্র-ইউক্রেন বৈঠকের আয়োজক সৌদি আরব

গাজায় দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতির আলোচনা শুরুর ইঙ্গিত হামাস-ইসরায়েলের

একা হয়ে পড়ছেন ট্রাম্প, আরব বিশ্বের গাজা পুনর্গঠন পরিকল্পনায় ইউরোপের শীর্ষ দেশগুলোর সমর্থন

সিরিয়ায় আসাদের অনুসারীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত অন্তত ৩৪০

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা