হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সোমবার শাওয়ালের চাঁদ দেখতে বললেন সৌদি সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক

স্থানীয় সময় অনুযায়ী সোমবার সন্ধ্যায় দেশের সব মানুষকে শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। পঞ্জিকা অনুযায়ী ওই দিনটি চলতি হিজরি বছরের ২৯ রমজানে পড়ে। 

সুপ্রিম কোর্টের একটি বিবৃতির বরাত দিয়ে রোববার সৌদি গেজেট এই খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে—যারা খালি চোখে বা দুরবিনের মাধ্যমে নতুন বাঁকা চাঁদ দেখতে পাবেন তাঁদেরকে নিকটস্থ আদালতে গিয়ে খবরটি জানাতে হবে। তবে তাঁদেরকে অবশ্যই চাঁদ দেখার প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। 

বিবৃতিতে সৌদি সুপ্রিম কোর্ট বিভিন্ন অঞ্চলে প্রতিষ্ঠিত চাঁদ দেখা কমিটিতে যোগদানের জন্য সক্ষম ব্যক্তিদের উৎসাহিত করেছে। 

মোট ১২টি মাস নিয়ে ইসলামি হিজরি সালের পঞ্জিকায় ৩৫৪ কিংবা ৩৫৫ দিনে বছর শেষ হয়। রমজান এই পঞ্জিকার নবম মাস। ঈদুল ফিতরের মাধ্যমে এই মাসের সমাপ্তি চিহ্নিত করা হয়। 

গত ৫ এপ্রিল রমজান মাসের শেষ জুমা অনুষ্ঠিত হয়েছে। সৌদি আরবের গ্র্যান্ড মসজিদে এদিন লাখ লাখ মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। 

এর আগে, এবারের ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ও বেসরকারি খাতের কর্মচারীদের আগামী ৯ এপ্রিল থেকে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। ঈদুল ফিতর উপলক্ষে রাজ্যজুড়ে বিভিন্ন অনুষ্ঠান, কনসার্ট, লাইট শো এবং আতশবাজি করার প্রস্তুতি চলছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আল-অ্যারাবিয়া।

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

সেকশন