Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লটারি জিতে চার বছর বয়সেই ৭১ কোটি টাকার মালিক 

অনলাইন ডেস্ক

লটারি জিতে চার বছর বয়সেই ৭১ কোটি টাকার মালিক 

সৌভাগ্য বুঝি একেই বলে! কুয়েতের আল আলা ইউসুফ আদেল আল মুতাইরির বয়স কেবল ৪ বছর! আর এই বয়সেই বিশ্বের মিলিয়নেয়ারদের তালিকায় নাম উঠে গেছে তার। আজ মঙ্গলবার সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, আল মুতাইরির নামে তাঁর বাবা ব্যাংকে একটি ব্যক্তিগত অ্যাকাউন্ট খুলেছিলেন। সেখানে তাঁরা অর্থ জমা করছিলেন। ব্যাংক কর্তৃপক্ষ প্রত্যেক বছর অ্যাকাউন্টধারীদের নিয়ে লটারির আয়োজন করে। আর এই লটারির প্রথম পুরস্কার বিজয়ী পান দুই মিলিয়ন কুয়েতি দিনার। 

এ বছর সেই পুরস্কার পেয়েছে আল-মুতাইরি। চার বছর বয়সী কুয়েতি কন্যাশিশু আল মুতাইরি ব্যাংকটির লটারিতে প্রথম পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ দিনার। বাংলাদেশি টাকায় প্রায় ৭১ কোটি ৩৫ লাখ ৬০ হাজারের বেশি। 

কুয়েতের শীর্ষ স্থানীয় গালফ ব্যাংক বিশাল পরিমাণের এই অর্থ ব্যাপক জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে আল-মুতাইরির অ্যাকাউন্টে স্থানান্তর করেছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাবার সঙ্গে উপস্থিত ছিল আল-মুতাইরি। এ সময় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিজ অ্যাকাউন্টে অর্থ জমার দৃশ্য সরাসরি দেখে সে।

লটারি জয়ের মাধ্যমে অনন্য রেকর্ডও গড়েছে আল-মুতাইরি। কারণ ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত বিশ্বের বৃহত্তম এই পুরস্কারের সর্বকনিষ্ঠ প্রাপকে পরিণত হয়েছে সে।

শিশুটির বাবা ইউসুফ আল মুতাইরি বলেন, তিনি গালফ ব্যাংকে তার সব সন্তানের জন্য সঞ্চয় অ্যাকাউন্ট খুলেছিলেন। কিন্তু আলা সৌভাগ্যবান বিজয়ী হিসেবে পুরস্কার পেয়েছে।

বয়স একেবারে কম হলেও কুয়েতজুড়ে রাতারাতি তারকা বনে গেছে আল মুতাইরি। পুরস্কার প্রাপ্তির ছবি গালফ ব্যাংক সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর দেশটিতে রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সে।

গাজায় রমজান: ধ্বংসস্তূপের মাঝে বিশ্বাসে অবিচল

গাজায় আরও ৫০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইসরায়েলের সায়

তুরস্কে ৪০ বছর লড়াইয়ের পর পিকেকের অস্ত্র সমর্পণের ঘোষণা

সিরিয়ায় রাশিয়ার ঘাঁটি রাখতে যুক্তরাষ্ট্রে ইসরায়েলের তদবির

ইসরায়েলকে ৩ বিলিয়ন ডলারের বুলডোজার ও গোলাবারুদ দিল যুক্তরাষ্ট্র

গাজা নিয়ে চলচ্চিত্রে হামাস কর্মকর্তার ছেলে, প্রত্যাহার করে দুঃখপ্রকাশ বিবিসির

ইরাকের তেলের জন্য ট্রাম্পের সঙ্গে প্রতিযোগিতায় পুতিন

গাজায় ‘মানবাধিকারের প্রতি নজিরবিহীন অবজ্ঞা’ দেখিয়েছে ইসরায়েল: ভলকার তুর্ক

গাজায় এখনো নিখোঁজ ১৪ হাজারের বেশি, ৭ শতাধিক অজ্ঞাত পরিচয় মরদেহ উদ্ধার

চার ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৬২০ ফিলিস্তিনির মুক্তি