হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আমিরাতে অবৈধদের সাধারণ ক্ষমা পাওয়ার সুযোগ আর মাত্র দুদিন

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের জন্য সংযুক্ত আরব আমিরাতের সাধারণ ক্ষমা প্রোগ্রামটি শেষ হতে আর মাত্র দুই দিন বাকি আছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যে এই উদ্যোগটি শেষ হতে যাচ্ছে বলে জানিয়েছে গালফ নিউজ। আগে ধারণা করা হলেও শেষ মুহূর্তে সুযোগটির মেয়াদ আর বাড়ানো হচ্ছে না বলেও জানানো হয়েছে।

মঙ্গলবার গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, গত বছরের ১ সেপ্টেম্বর অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা প্রোগ্রামটি চালু করেছিল আমিরাত সরকার। এই উদ্যোগের মাধ্যমে মূলত যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা বাতিল হয়ে গেছে তাঁদের অবস্থা সংশোধন কিংবা জরিমানা ছাড়াই দেশ ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

সাধারণ ক্ষমার আওতায় বিগত দিনগুলোতে আমিরাতে হাজার হাজার মানুষ তাঁদের ভিসার মেয়াদ বাড়িয়েছেন, আবার অনেকেই কোনো ঝামেলা ছাড়া দেশটি ছেড়ে গেছেন। উদ্যোগটিকে আরও অংশগ্রহণমূলক করতে দেশটির ‘ফেডারেল অথোরিটি ফর আইডেনটিটি, সিটিজেন শিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি’ (ICP) বেশ কিছু সহায়ক ব্যবস্থাও চালু করেছে।

সাধারণ ক্ষমার আওতায় অবৈধ অভিবাসীদের জন্য আমিরাত কর্তৃপক্ষ যেসব সুযোগ রেখেছিল তার মধ্যে প্রথমেই রয়েছে—পারিবারিক পৃষ্ঠপোষকতার বৈশিষ্ট্যটি। এর মাধ্যমে কোনো পরিবারের প্রধান অবৈধ হয়ে গেলে এবং তিনি যদি নারী হয়ে থাকেন, তবে ওই নারী চাইলে তাঁর সন্তানদের বসবাসের জন্য পৃষ্ঠপোষকতা করতে পারবেন। তবে তাঁদের বৈধ কর্মসংস্থান ভিত্তিক আবাসন থাকতে হবে। অন্যথায় পরিবারগুলো কোনো জরিমানা ছাড়াই সংযুক্ত আরব আমিরাত ছেড়ে যেতে পারবে।

এই উদ্যোগের সাহায্যে যারা তাঁদের অভিবাসনের মেয়াদ বাড়াতে চাইছেন তাঁরা বিভিন্ন প্রশাসনিক জরিমানা মওকুফ থেকে উপকৃত হবেন। বিশেষ করে, দেশটিতে অতিরিক্ত সময় অবস্থান করা কিংবা কর্মসংস্থান চুক্তি প্রদানে ব্যর্থ হওয়ার জন্য যে জরিমানা প্রদানের বিধান রয়েছে, সেখানে সুবিধা পাওয়া যাবে।

উদ্যোগটির আওতায় ভিসার মেয়াদ শেষ হওয়া ব্যক্তিদের জন্য আবুধাবির স্বাস্থ্য বিভাগ বাধ্যতামূলক স্বাস্থ্য বিমার জন্য বিলম্ব ফি মওকুফ করেছে। আবার সাধারণ ক্ষমার আবেদন করা ব্যক্তিদের আগে যেখানে ছয় মাসের বৈধ পাসপোর্টের প্রয়োজন হতো সেখানে এখন এক মাসের বৈধ পাসপোর্ট থাকলেই চলবে।

এদিকে সাধারণ ক্ষমার আবেদন করা ব্যক্তিদের জন্য স্থানীয় ব্যবসাগুলো আল আভির কেন্দ্র এবং ভারতীয় কনস্যুলেট সহ বিভিন্ন কেন্দ্রে চাকরির সুযোগ করে দিচ্ছে।

গালফ নিউজ জানিয়েছে, কেউ সাধারণ ক্ষমা পেতে চাইলে এই উদ্যোগের কল সেন্টার (600-522222) কিংবা ওয়েবসাইটের লাইভ চ্যাট কিংবা বিভিন্ন সামাজিক মাধ্যমের সাহায্যে ICP-এর সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

সেকশন