হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমরাহ পালন: ২৯ এপ্রিলের মধ্যে সৌদি ছাড়তে হবে

অচিরেই শুরু হবে হজ মৌসুম। এ জন্য এ বছর ওমরাহ পালনকারী বিদেশি মুসল্লিদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ছাড়তে বলেছে দেশটির কর্তৃপক্ষ।

গালফ নিউজ গত সোমবার এক প্রতিবেদনে জানায়, সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, বিদেশি ওমরাহ পালনকারীদের সৌদি আরব ছাড়ার শেষ দিন ২৯ এপ্রিল। হজ মৌসুম শুরুর প্রাক্কালে প্রস্তুতি নেওয়ার সুবিধার্থে এ সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরও বলেছে, এ বছর ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবে প্রবেশের শেষ সময় ১৩ এপ্রিল। এরপর ওমরাহ পালনের জন্য দেশটিতে প্রবেশ করা যাবে না। হজ মৌসুম শেষে আবার ওমরাহ পালনকারীদের জন্য সৌদি আরবের দরজা উন্মুক্ত করে দেওয়া হবে।

মন্ত্রণালয় বলেছে, যেসব ওমরাহ পালনকারী ২৯ এপ্রিলের পরও সৌদি আরবে থেকে যাবেন, তাঁদের ভিসা ও ধর্মীয় আচারবিষয়ক বিধান লঙ্ঘনকারী হিসেবে বিবেচনা করা হবে। এ ধরনের

লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়। আইনের লঙ্ঘনকারী ব্যক্তি, প্রতিষ্ঠান ও ওমরাহ সেবাদাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি ১ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ টাকারও বেশি) জরিমানা করা হবে।

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের