Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, জবাবে ৬০ রকেট ছুড়ল হিজবুল্লাহ 

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২, জবাবে ৬০ রকেট ছুড়ল হিজবুল্লাহ 

লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। এই হামলায় দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জবাবে ইসরায়েলি সেনা ঘাঁটি লক্ষ্য করে অন্তত ৬০টি রকেট ছুড়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গতকাল সোমবার লেবাননের রাজধানী বৈরুত থেকে মাত্র ৬৭ কিলোমিটার দূরের এই অঞ্চলে হামলা চালায় ইসরায়েল। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহ। তবে কখনোই হামাসের পক্ষ হয়ে সরাসরি যুদ্ধে নামার ঘোষণা দেয়নি গোষ্ঠীটি। ঘোষণা না দিলেও হিজবুল্লাহ ও ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে নিয়মিতই। তবে এই প্রথম ইসরায়েলি বাহিনী বৈরুতের এত কাছের কোনো এলাকায় হামলা চালিয়েছে। 

প্রাথমিকভাবে ইসরায়েল-হিজবুল্লাহর লড়াই সীমান্ত এলাকায় সীমাবদ্ধ ছিল। কিন্তু এই প্রথম দেশটির অভ্যন্তরে হামলা চালাল ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী। এই হামলায় দুজন নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের সশস্ত্রবাহিনী ও হিজবুল্লাহর দুটি সূত্র। 

এদিকে, এই হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে, ‘বালবেক শহরের কাছাকাছি ইহুদিবাদীদের আগ্রাসনের জবাবে অধিকৃত গোলান মালভূমিতে একটি ইসরায়েলি সেনা ঘাঁটিতে ৬০টি কাতিউশা রকেট ছোড়া হয়েছে।’ ইসরায়েলি বাহিনীও এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। তবে কোনো হতাহতের খবর জানা যায়নি।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল, তারা আকাশ প্রতিরক্ষাব্যবস্থার সাহায্যে বালবেকে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। হিজবুল্লাহর ঘাঁটি বলে বিবেচিত একটি গুদামে ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছিল বলেও জানিয়েছিল তারা।

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র