অনলাইন ডেস্ক
সৌদি আরবের দুই পবিত্র নগরীর দুই মসজিদ হারাম শরিফ ও মসজিদে নববীতে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে নতুন পরামর্শ দিয়েছে দেওয়া হয়েছে। পরামর্শ দিয়েছেন এই দুই মসজিদের পরিচালনা পরিষদের প্রধান ও মক্কার ইমাম আবদুল রহমান আল-সুদাইস। তিনি বলেছেন, এই দুই পবিত্র স্থানে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত হয়ে সময় নষ্ট করবেন না।
গালফ নিউজের খবরে বলা হয়েছে, আবদুল রহমান আল-সুদাইস এই দুই স্থানে যাওয়া মুসলিমদের উদ্দেশ্যে ছবি তোলা ও ভিডিও করা নিয়ে ব্যস্ত না হয়ে ইবাদতে বেশি সময় কাটানোর পরামর্শ দিয়ে বলেছেন, ‘সময় ও পবিত্র স্থান দ্বয়ের মূল্যায়ন করুন।’
প্রতিবছরই রমজান মাসে সৌদি নাগরিক ও প্রচুর বিদেশি মুসলমানরা মক্কার মসজিদুল হারাম ও মসজিদে নববীতে যান। এই মাসটি ওমরাহ ও নবীর কবর জেয়ারতের জন্য সবচেয়ে বড় মৌসুম হিসেবে বিবেচনা করে দেশটি। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেখা গেছে এই দুই স্থানেই যাওয়া মুসল্লিরা ব্যাপক হারে ছবি ও ভিডিও রেকর্ড করা শুরু করেছেন।