অনলাইন ডেস্ক
রমজানের আগে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আজ রোববার মিশরের শার্ম আল-শেখে বৈঠক করেছেন ইসরায়েল-ফিলিস্তিনের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিশরের মধ্যস্থাতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জর্ডানের সমর্থন ছিল। এই সপ্তাহের শেষে শুরু হতে যাচ্ছে মুসলিমদের পবিত্র রমজান মাস। রমজানে যেন বাড়তে থাকা সহিংসতা কমে আসে এবং শান্তি প্রতিষ্ঠিত হয় সে লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জর্ডানের আকাবায় গত ২৬ ফেব্রুয়ারি ইসরায়েল-ফিলিস্তিনি কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেটি ছিল চলতি বছর দুই দেশের মাঝে প্রথম বৈঠক। বৈঠকে সহিংসতা প্রশমনে দুই দেশ প্রতিশ্রুতি দিলেও বৈঠকের পর সহিংসতা কমে আসার প্রবণতা লক্ষ্য করা যায়নি।
মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সহিংসতা বাড়তে থাকার যে প্রবণতা সেটি কমাতে দুই পক্ষের মাঝে এই বৈঠকের আয়োজন করা হয়।
উল্লেখ্য, গত এক বছরে ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে হাজার হাজার ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। বেসামরিক নাগরিকসহ নিহত হয়েছেন দুই শতাধিক ফিলিস্তিনি। একই সময়ে ৪০ জনেরও বেশি ইসরায়েলি এবং তিনজন ইউক্রেনীয় নিহত হয়েছেন।
এর আগে গত বছর রমজানে মসজিদুল আকসায় ইসরায়েলি পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। সে সময় তিন শতাধিক ফিলিস্তিনি আহত হন। এর আগের বছর রমজানের সময়ও সংঘর্ষ হয়। সেই বছর ইসরায়েলি বাহিনী ও হামাসের মধ্যে ১১ দিনব্যাপী যুদ্ধ হয়েছিল।