Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৮২

অনলাইন ডেস্ক

লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ১৮২

লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। আজ সোমবার দেশটিতে থাকা হিজবুল্লাহ গেরিলাদের প্রায় ৩০০ অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলায় এখন পর্যন্ত ১৮২ জনের মৃত্যুর খবর দিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৭২৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হামলার আগে ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছিলেন, তাঁদের বিমান লেবাননের বেকা উপত্যকায় হামলার প্রস্তুতি নিচ্ছে। স্থল হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, ইসরায়েল লেবাননে ব্যাপক মাত্রায় বিমান হামলা শুরু করেছে।

ইসরায়েলের তীব্র বিমান হামলার মুখে হিজবুল্লাহ অধ্যুষিত দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যেতে দেখা গেছে অসংখ্য মানুষকে। হিজবুল্লাহ নিয়ন্ত্রিত অঞ্চলগুলো থেকে লেবাননের নাগরিকদের সরে যেতে বলেছে ইসরায়েলের সামরিক বাহিনীও।

কয়েক দিন ধরেই ইসরায়েল ও হিজবুল্লাহ গেরিলাদের মধ্যে স্নায়ু যুদ্ধের পরিস্থিতি বিরাজ করছিল। যোগাযোগের জন্য হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজার ও ওয়াকিটকিগুলোর একযোগে বিস্ফোরণ ওই যুদ্ধেরই সর্বশেষ পরিস্থিতি ছিল। তবে সোমবার দক্ষিণ লেবাননে সরাসরি বিমান হামলা পরিচালনা করেছে ইসরায়েলের বাহিনী। ইসরায়েলের উত্তরাঞ্চলে ৩০টির মতো রকেট ছুড়ে এই হামলার জবাব দিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারাও।

সোমবার হামলার আগে এক ভিডিওতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেন, ‘আমরা লেবাননে হামলা তীব্রতর করেছি। দক্ষিণ ইসরায়েলের বাসিন্দাদের নিরাপদে তাদের বাড়িঘরে পাঠানোর আগপর্যন্ত এই হামলা অব্যাহত থাকবে।’

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ