হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

আল-আকসায় ইসরায়েলি দাঙ্গা পুলিশের হামলা, দেড় শতাধিক আহত

অনলাইন ডেস্ক

জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আজ শুক্রবার ইসরায়েলি দাঙ্গা পুলিশ ও ফিলিস্তিনি মুসল্লিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। এতে এ অঞ্চলে আরও বড় সংঘাত সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইসরায়েলি পুলিশের রাবার বুলেট, স্টান গ্রেনেড ও লাঠিপেটার কারণে বেশির ভাগ ফিলিস্তিনি আহত হয়েছেন। 

গত দুই সপ্তাহ ধরে আরব স্ট্রিটে কয়েকটি মারাত্মক হামলার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এর মধ্যে পবিত্র মসজিদ আল-আকসার প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটল। 

ইসরায়েলের পুলিশ এক বিবৃতিতে বলেছে, শুক্রবার ভোরে নামাজের পর শত শত ফিলিস্তিনি আল-আকসার নিকটবর্তী ইহুদিদের প্রার্থনাস্থান লক্ষ্য করে ইট-পাটকেল, পাথর ছুড়তে শুরু করে। ওই জায়গায় আগে থেকেই ইসরায়েলের পুলিশ বাহিনী অবস্থান করছিল। পুলিশ বাহিনী তখন আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে এবং মুসল্লিদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় সংঘর্ষের সৃষ্টি হয় এবং তিনজন ইসরায়েলি পুলিশ আহত হন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের মুখপাত্র এক টুইটে বলেছেন, ‘পুলিশ কয়েক শ ফিলিস্তিনিকে আটক করেছে।’ 

নাফতালি বেনেট বলেছেন, ‘আমরা আল-আকসা এবং সমগ্র ইসরায়েলে শান্তি পুনরুদ্ধারের জন্য কাজ করছি। আমাদের নিরাপত্তা বাহিনী যেকোনো অবস্থা মোকাবিলার জন্য প্রস্তুত আছে।’ 

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় আল-আকসার সহিংসতার কথা উল্লেখ করে বলেছে, ‘এই সহিসংতার জন্য ইসরায়েল সরাসরি দায়ী।’ 

এদিকে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইন বলেছেন, ‘আল-আকসায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়া রোধ করতে অবিলম্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন।’ 

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

সেকশন