হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সিরিয়ায় মার্কিন সেনাঘাঁটিতে ইরাক থেকে ক্ষেপণাস্ত্র হামলা

সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইরাক থেকে। ইরাকের জুমার নামের একটি শহর থেকে গতকাল রোববার এই হামলা চালানো হয়। কাতাইব হিজবুল্লাহ নামের একটি সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ইরাকি নিরাপত্তাবাহিনীর দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গতকাল রোববার ইরাকি শহর জুমার থেকে সিরিয়ায় অবস্থিত মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম কোনো ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী মার্কিন বাহিনীর ওপর হামলা চালাল। 

এই হামলা এমন এক সময়ে এল যখন, ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন। ওয়াশিংটন শিয়া আল-সুদানি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। এই অবস্থায়, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়টি ফের ঝুলে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। 

সূত্র জানিয়েছে, একটি ছোট ট্রাকের পেছনে রাখা একটি রকেট লঞ্চারের সাহায্যে সিরিয়ার সীমান্তবর্তী শহর জুমার জুমার থেকে রকেটগুলো উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পরপরই একটি রকেট বিস্ফোরিত হয়ে ট্রাকটিতে আগুন ধরে যায়। সে সময় আকাশে একটি মার্কিন যুদ্ধবিমানও উড়ছিল। তবে সেই যুদ্ধবিমান থেকে ট্রাকটিতে কোনো হামলা চালানো হয়েছিল কি না তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি। 

এদিকে ইরাকের কাতাইব হিজবুল্লাহ গোষ্ঠী বলেছে, ইরাকি প্রধানমন্ত্রীর ওয়াশিংটন সফরের সময় মার্কিন সেনাদের ইরাক থেকে প্রস্থানের বিষয়টি নিয়ে আলোচনায় সামান্য অগ্রগতি হওয়ায় ইরাকি সশস্ত্রগোষ্ঠীগুলো মার্কিন বাহিনীর ওপর আক্রমণ পুনরায় শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। 

সিরিয়ায় মার্কিন বাহিনীর একটি ঘাঁটিতে উত্তর ইরাক থেকে একাধিক রকেটের সাহায্যে হামলার বিষয়টি ইঙ্গিত করে এক বিবৃতিতে কাতাইব হিজবুল্লাহ বলেছে, ‘কিছুক্ষণ আগে যা ঘটেছে, তা শুরু।’

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন