Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর থেকে সিরিয়ায় হিজবুল্লাহর ৫০ লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় ইরানসমর্থিত লেবাননের বিদ্রোহী দল হিজবুল্লাহর ৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েল। গতকাল শনিবার এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী এ ঘোষণা দেয়। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, হিজবুল্লাহর হামলা প্রতিহত করার প্রচেষ্টা তুলে ধরতে গিয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হ্যাগারি এ তথ্য দেন। সিরিয়া অভিযান এই প্রথম নীরবতা ভাঙল ইসরায়েলি বাহিনী।

হ্যাগারি বলেন, ‘হিজবুল্লাহ যেখানে, আমরাও সেখানে। মধ্যপ্রাচ্যে যেখানেই প্রয়োজন, সেখানেই আমরা প্রতিরোধের ব্যবস্থা নেব।’

ইসরায়েলি বাহিনী লেবাননে হিজবুল্লাহর ৩৪ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, এর মধ্যে ১২০টি সীমান্ত নজরদারি আউটপোস্ট, ৪০টি ক্ষেপণাস্ত্র ও অন্যান্য অস্ত্রের মজুতাগার এবং ৪০টিরও বেশি কমান্ড সেন্টার রয়েছে বলে জানান হ্যাগারি। মৃত শত্রুর সংখ্যা দুই শতাধিক বলেও জানান তিনি।

হ্যাগারি বলেন, গত ৭ অক্টোবর ফিলিস্তিনি হামাস আকস্মিক হামলার জবাবে গাজায় যুদ্ধ শুরুর পর হামাসের সঙ্গে হিজবুল্লাহর জড়িত হওয়ার আশঙ্কায় লেবানন সীমান্তে তিন ডিভিশন সেনা মোতায়েন করেছিল ইসরায়েল।

ইসরায়েলের উত্তরাঞ্চল থেকে হাজার হাজার বাসিন্দা সরিয়ে নেওয়া হয়েছে। লেবানন সীমান্ত থেকে হিজবুল্লাহ যোদ্ধারা সরে না গেলে হামলার মাত্রা তীব্র করা হবে বলে হুমকি দিয়েছে ইসরায়েল। কূটনৈতিক সমাধান খুঁজে বের করতে পশ্চিমা সাহায্য চেয়েছে দেশটি।

ইরানকে চিঠি দিয়েছেন ট্রাম্প, তেহরান বলছে পাইনি

সিরিয়ায় হঠাৎ অস্ত্র হাতে আসাদের অনুগামীরা, লড়াইয়ে বহু হতাহতের আশঙ্কা

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র