Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

সৌদি জোটের হামলায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইয়েমেন

অনলাইন ডেস্ক

সৌদি জোটের হামলায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন ইয়েমেন

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইয়েমেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় দেশটি ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।  একটি বেসরকারি সংস্থার বরাতে এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। 

একটি বেসরকারি সংস্থার নেটব্লক্সের বরাতে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, সৌদি জোট হোদেইদায় বিমান হামলা চালানোর পর পুরো ইয়েমেন ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। হামলার সময় রাষ্ট্রীয় ইন্টারনেট সরবরাহকারী সংস্থা টেলিইয়েমেনের ভবন ক্ষতিগ্রস্ত হয়। টেলিইয়েমেন বর্তমানে হুতিদের নিয়ন্ত্রণে রয়েছে।

ইয়েমেনের রাজধানী সানা ২০১৪ সাল থেকেই এই বিদ্রোহী দলটির দখলে রয়েছে। 

ঘটনার বিস্তারিত না জানিয়ে নেটব্লক্সের পক্ষ থেকে আরও বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার পরে ইয়েমেন একটি ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যে রয়েছে। 

যুক্তরাষ্ট্রের সান দিয়েগোভিত্তিক সংস্থা সেন্টার ফর অ্যাপ্লাইড ইন্টারনেট ডেটা অ্যানালাইসিস ও সান ফ্রান্সিসকোভিত্তিক সংস্থা ক্লাউডফেয়ারও ইয়েমেনের ইন্টারনেট বিচ্ছিন্নের খবর নিশ্চিত করেছে। 

হুতিদের সম্প্রচারমাধ্যম আল মাসিরাহর প্রতিবেদনে বলা হয়, টেলিকম ভবনে বিমান হামলার ঘটনায় কয়েকজন নিহত ও আহত হয়েছেন। 

সাবমেরিন ক্যাব্‌লের মাধ্যমে হোদাইদা ও গায়দাহ বন্দর দিয়ে  ইয়েমেনে ইন্টারনেট সরবরাহ করা হয়।  

২০১৫ সাল থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সম্প্রতি আবুধাবিতে হুতিদের ড্রোন হামলায় তিনজন নিহত ও ছয়জন আহত হয়। এরপরই ইয়েমেনে এই হামলা চালাল সৌদি নেতৃত্বাধীন জোট। 

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ