হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

ওমরাহ অ্যাপ চালু করে মিসরীয় ইমাম গ্রেপ্তার

ওমরাহ পালনকারীদের জন্য বিতর্কিত অ্যাপ চালু করে গ্রেপ্তার হয়েছেন মিসরীয় ইমাম আমির মুনির। মূলত ওমরাহ যাত্রা করতে অক্ষম ব্যক্তিদের সুবিধা দিতে ওই অ্যাপটি চালু করা হয়েছিল বলে দাবি করা হয়। 

এ বিষয়ে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, যিনি ওমরাহ পালন করতে ইচ্ছুক কিন্তু শারীরিক অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে কাবা শরিফে যেতে পারছেন না, তাঁদের হয়ে আরেকজন ওমরাহ করে দেওয়ার প্রস্তাব দেয় ওই অ্যাপটি। বিষয়টি নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিতর্কের সৃষ্টি হয়। 

মিসরীয় ইমাম আমির মুনির ফেসবুকে বিপুল জনপ্রিয়। এই মাধ্যমে ৮৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে তাঁর। ওই ফেসবুক পেজের ওয়ালে কথিত অ্যাপটি কীভাবে কাজ করে তা ব্যাখ্যা করেছিলেন মুনির। বলা হয়, ওমরাহ পালন করতে ইচ্ছুক একজন অক্ষম ব্যক্তি চাইলে নির্দিষ্ট পরিমাণ ফি দিয়ে আরেকজনের মাধ্যমে ওমরাহ সম্পন্ন করতে পারবেন। ফি-এর পরিমাণ হবে ৪ হাজার মিসরীয় পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যা ১৪ হাজার টাকারও বেশি। 

এভাবে শুধু জীবিতরাই নন, মৃতদের নামেও পরিবারের কেউ চাইলে ফি দিয়ে অন্যকে দিয়ে ওমরাহ পালন করাতে পারবেন। 

তবে অ্যাপ নিয়ে এমন ঘোষণা দেওয়ার পরই শুরু হয় সমালোচনা। অনেকেই মুনিরের বিরুদ্ধে আর্থিক লাভের জন্য একটি পবিত্র ধর্মীয় আচার নিয়ে বাণিজ্যিকীকরণের অভিযোগ করেন। অ্যাপটির কার্যক্রম নিয়ে তদন্ত করতে ইমাম আমির মুনিরকে গ্রেপ্তারের দাবি জানান অনেকেই। এরই ধারাবাহিকতায় মুনিরকে গ্রেপ্তার করেছে মিসরীয় পুলিশ।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন