অনলাইন ডেস্ক
সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল গতকাল রোববার তাঁর কোম্পানি কিংডম হোল্ডিংসের (কেএইচসি) শেয়ারের মূলধনের প্রায় ১৭ শতাংশ বিক্রি করার ঘোষণা দিয়েছেন। সংবাদমাধ্যম সৌদি গেজেট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, কিংডম হোল্ডিং কোম্পানির ৬২ কোটি ৫০ লাখ শেয়ার (মূলধনের ১৬ দশমিক ৮৭ শতাংশ) বিক্রির জন্য পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সৌদি প্রিন্স আলওয়ালিদ বিন তালাল। প্রতিটি শেয়ার ৯ দশমিক ০৯ সৌদি রিয়ালে বিক্রির জন্য ব্যক্তিগত বিক্রয় ও ক্রয় লেনদেনের মাধ্যমে চুক্তিটি করা হয়েছে।
কিংডম হোল্ডিং এক বিবৃতিতে জানিয়েছে, কোম্পানির অবশিষ্ট ৭৮ দশমিক ১৩ শতাংশ মূলধন প্রিন্স আলওয়ালিদের মালিকানাধীন থাকবে। কোম্পানিটি তিনি ৪২ বছর আগে প্রতিষ্ঠা করেছিলেন।
এদিকে আরব নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, কিংডম হোল্ডিংয়ের শেয়ার বিক্রির ঘোষণার পর রোববার দিনের শুরুতেই এর শেয়ারের দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে গেছে। রোববার সকাল ১১টায় শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৮৯ সৌদি রিয়াল।