হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

অধিকৃত অঞ্চলে প্রাকৃতিক সম্পদের সার্বভৌম মালিকানা ফিলিস্তিনিদের, জাতিসংঘে প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক

ইসরায়েলের দখল করা ভূমিতে ফিলিস্তিনের সার্বভৌম অধিকার রয়েছে। ছবি: ইপিএর সৌজন্যে

ইসরায়েল অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে যেসব প্রাকৃতিক সম্পদ আছে সেগুলোর সার্বভৌম মালিকানা ফিলিস্তিনি জনগণের। এই বিষয়টির স্বীকৃতি দিয়ে জাতিসংঘে একটি প্রস্তাব পাস হয়েছে। প্রস্তাবটিতে পশ্চিমা বিশ্বের অনেকগুলো দেশ সমর্থন দিয়েছে। গত বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে এই প্রস্তাব পাস হয়।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রস্তাবের পক্ষে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৫৯টি দেশ ভোট দেয়। এসব দেশের মধ্যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্য অন্যতম। এই প্রস্তাব পাস জাতিসংঘের দীর্ঘদিনের অবস্থান থেকে সরে আসার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য পরিবর্তন।

প্রস্তাবে পূর্ব জেরুজালেমসহ অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের প্রাকৃতিক সম্পদের ওপর ফিলিস্তিনিদের স্থায়ী সার্বভৌম মালিকানা এবং সিরিয়ার কাছ থেকে অধিকৃত গোলান মালভূমির প্রাকৃতিক সম্পদে সেখানকার আরব জনগোষ্ঠীর স্থানীয় সার্বভৌম মালিকানা স্বীকার করার কথা বলা হয়েছে।

ভোটাভুটিতে মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কানাডাসহ সাতটি রাষ্ট্র প্রস্তাবের বিপক্ষে ভোট দেয় এবং ১১টি রাষ্ট্র ভোট দেওয়া থেকে বিরত থাকে। প্রস্তাবটি এখন জাতিসংঘের সাধারণ পরিষদের চূড়ান্ত অনুমোদনের জন্য ভোটাভুটিতে দেওয়া হবে। এই প্রথম অস্ট্রেলিয়ার সরকার ফিলিস্তিনের পক্ষে কোনো প্রস্তাবে ভোট দিল, যেখানে ফিলিস্তিনি জনগণের অধিকার স্বীকার করার কথা বলা হয়েছে।

প্রস্তাব অনুসারে, জাতিসংঘের সাধারণ পরিষদ দাবি করতে পারবে যে, দখলদার ইসরায়েলি শক্তি পূর্ব জেরুজালেম এবং অধিকৃত সিরিয়ার গোলানসহ ফিলিস্তিনি ভূখণ্ডে শোষণ, ক্ষয়ক্ষতি বন্ধ করার পাশাপাশি প্রাকৃতিক সম্পদ নষ্ট করা বন্ধ করবে।

খসড়ায় আরও বলা হয়েছে, এই প্রস্তাব দখলদার ইসরায়েল রাষ্ট্র এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের গৃহীত অবৈধ পদক্ষেপের ফলে উল্লিখিত অঞ্চলগুলোতে যেসব ফিলিস্তিনি আরব আছেন তাদের প্রাকৃতিক সম্পদের যেকোনো শোষণ, ক্ষতি বা বিপন্ন হওয়ার ফলে ফিলিস্তিনি জনগণকে ক্ষতিপূরণ দাবি করার অধিকারকে স্বীকৃতি দেবে।

ভোটের পর জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের প্রতিনিধি বলেন, এই প্রস্তাবের অনুমোদন তাঁর দেশের জনগণের প্রাকৃতিক সম্পদের সার্বভৌমত্বসহ তাদের অবিচ্ছেদ্য অধিকারের একটি দৃঢ় পুনর্নিশ্চিতকরণের প্রতিনিধিত্ব করে। ইসরায়েল এক বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের সনদকে পদদলিত করতে এবং গুরুতর লঙ্ঘন করে চলেছে।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

গাজা যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করল ইসরায়েল, অনুমোদনে মন্ত্রিসভার বৈঠক আজ

যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েও গাজায় ব্যাপক হামলা চালাল ইসরায়েল

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে কী আছে

অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হামাস ও ইসরায়েল

গাজা ছাড়ার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা

সেকশন