Ajker Patrika
হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

গাজার আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ড: নিহত বেড়ে ৯০ 

অনলাইন ডেস্ক

গাজার আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ড: নিহত বেড়ে ৯০ 

গাজার খান ইউনিস অঞ্চলের আল-মাওয়াসিতে ইসরায়েলি হত্যাকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছেন ৯০। এই হত্যাযজ্ঞের সময় ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও ৩ শতাধিক। হতাহতদের অধিকাংশই শিশু ও নারী। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকার খান ইউনিসের আল-মাওয়াসিতে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিলেন। জায়গাটি তাঁবুতে পরিপূর্ণ। এর আগে ইসরায়েল এই জায়গাকে নিরাপদ এলাকা হিসেবে ঘোষণা করেছিল। 

গাজা স্বাস্থ্যসেবা বিভাগের বরাত দিয়ে আল-কুদসের প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনীর যুদ্ধবিমানগুলো আল-মাওয়াসি এলাকার বিভিন্ন স্থানকে লক্ষ্যবস্তু করে বেশ কয়েকটি ধারাবাহিক হামলা চালায়। যার ফলে এর আগে, ইসরায়েলি বাহিনীর হত্যাকাণ্ডের শিকার হতাহতদের সরিয়ে নেওয়ার সময় উদ্ধারকারী ও অ্যাম্বুলেন্স ক্রুসহ শ খানেক মানুষ নিহত ও তিন শতাধিক আহত হয়।

সব মিলিয়ে আল-মাওয়াসিতে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু। এ ছাড়া তিন শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে, যাদের অধিকাংশের অবস্থাই গুরুতর। গাজার পশ্চিমে সমুদ্র উপকূলে অবস্থিত একটি শরণার্থীশিবিরে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় আরও ২০ জন নিহত ও কয়েক ডজন আহত হয়েছে। ইসরায়েলি যুদ্ধবিমান একটি মসজিদকে লক্ষ্য করে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে। 

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় স্থল, সমুদ্র ও আকাশপথে আগ্রাসন অব্যাহত রেখেছে, যার ফলে এখন পর্যন্ত ৩৮ হাজার ৪৪৩ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের বেশির ভাগই নারী ও শিশু। এ ছাড়া আহত হয়েছে আরও অন্তত ৮৮ হাজার ৪৮১ জন। আশঙ্কা করা হচ্ছে, আরও অন্তত ১০ হাজারের বেশি মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

সিরিয়ায় ফের আসাদপন্থীদের অতর্কিত হামলায় ১৫ নিরাপত্তাকর্মী নিহত

মুসলিম থেকে খ্রিষ্টান হওয়া ইরানি নারী এখন পানামার জঙ্গলে

ইরানে সামরিক সক্ষমতায় নতুন সংযোজন ড্রোনবাহী জাহাজ

হামাসের সঙ্গে সরাসরি আলোচনা করছে যুক্তরাষ্ট্র

সুযোগ থাকতে থাকতে গাজা ছেড়ে যাও, নইলে ধ্বংস হবে: হামাসকে ট্রাম্প

ভবিষ্যতে রুশ-মার্কিন আলোচনায় প্রাধান্য পাবে ইরানের পরমাণু কর্মসূচি

গাজা পুনর্গঠনে ৫৩০০ কোটি ডলারের পরিকল্পনা: সমর্থন জাতিসংঘের, ইসরায়েলের প্রত্যাখ্যান

হুতিদের ফের ‘সন্ত্রাসী’ তালিকাভুক্ত করল যুক্তরাষ্ট্র

গাজা পুনর্গঠনে ট্রাম্পের বিকল্প প্রস্তাবে সম্মত আরব বিশ্ব, ব্যয় ৫৩০০ কোটি ডলার

রোজার মধ্যেও গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২, পানি–বিদ্যুৎ সরবরাহ বন্ধ