হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

পেগাসাস ব্যবহার করেছে ইসরায়েলের পুলিশও

অনলাইন ডেস্ক

ইসরায়েলের প্রতিষ্ঠান এনএসও গ্রুপের তৈরি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করেছে দেশটির পুলিশ। এর মাধ্যমে বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ও তাঁর ঘনিষ্ঠজনদের ফোনে পেগাসাস স্পাইওয়্যার দিয়ে দেশটির পুলিশ নজরদারি চালিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ক্যালকালিস্টের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

এর আগেও এই সংবাদপত্র ইসরায়েল পুলিশের বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়াই পেগাসাস ব্যবহারের অভিযোগ এনেছিল। সংবাদপত্রের দাবি, নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করা নেতাদের বিরুদ্ধে ওই স্পাইওয়্যার ব্যবহার করা হয়েছিল।

এ ধরনের অভিযোগ সামনে আসার পর ইসরায়েল পুলিশ কমিশনার কোবি শবতাই জানিয়েছেন, সংবাদপত্রের অভিযোগের ভিত্তিতে একজন বিচারপতির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে অভিযোগের সত্যতা প্রোণের জন্য জননিরাপত্তামন্ত্রী ওমর বারলেভের কাছে তিনি আবেদন জানিয়েছেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত এই অভিযোগকে ‘ভীষণ গুরুতর’ আখ্যা দিয়েছেন। সংবাদপত্রে এই প্রতিবেদন প্রকাশের পর তিনি বলেন, কোনো প্রতিক্রিয়া ছাড়া এই ইস্যুকে ছেড়ে দেওয়া হবে না, যা ঘটেছে বা অভিযোগ উঠেছে তা ভীষণ গুরুতর।

বেনেতের পদক্ষেপের প্রতিশ্রুতি দেওয়ার সঙ্গে সঙ্গে জননিরাপত্তামন্ত্রী ওমের বারলেভ জানিয়েছেন,  তিনি তদন্তের জন্য একটি সরকারি কমিশনের অনুমোদন দিতে বলবেন।

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েলে আড়ি পাতার ঘটনা তদন্তে একটি কমিশন গঠন করা হবে।

এই পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে ইসরায়েলি সংস্থা এনএসও।  বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিকভাবে এই স্পাইওয়্যার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ বিভিন্ন দেশের সাংবাদিক, রাজনৈতিক নেতা ও সমাজকর্মীদের ফোনে নজরদারি চালানোর জন্য পেগাসাস ব্যবহারের অভিযোগ উঠেছে।  এরই মধ্যে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

গত নভেম্বরে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী যাইর লাপিদ জানিয়েছিলেন, নজরদারি সফটওয়্যার পেগাসাস স্পাইওয়্যার তৈরিকারী প্রতিষ্ঠান এনএসও গ্রুপ প্রাইভেট কোম্পানি হওয়ায় ইসরায়েল সরকারের এ নিয়ে কিছু করার নেই। কোম্পানিটির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না ইসরায়েল সরকার।

যুদ্ধবিরতির প্রতিবাদে ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রীর পদত্যাগ

গাজায় ৪৭ হাজার ফিলিস্তিনি হত্যার পর যুদ্ধবিরতি টানল ইসরায়েল

মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ হামাসের, গাজায় ১০ জনকে হত্যা করল ইসরায়েল

গাজায় চলছে ইসরায়েলি হামলা, যুদ্ধবিরতির খবর নেই

জিম্মি তালিকা নিয়ে ইসরায়েল-হামাস দ্বন্দ্ব, গাজায় যুদ্ধবিরতি অনিশ্চয়তায়

গাজার রাফাহ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

সেকশন