হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব পাস

অনলাইন ডেস্ক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুদ্ধবিধ্বস্ত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এই প্রস্তাবে গাজায় জিম্মি থাকা ইসরায়েলিদেরও দ্রুত নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। 

বাংলাদেশ সময় আজ রোববার রাত ৯টার পর বিবিসি জানিয়েছে, গত অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এক ধরনের অচলাবস্থার মধ্যে ছিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুদ্ধবিরতির পক্ষে সবাইকে সম্মত করতে ব্যর্থ হয়েছিল সংস্থাটি। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের এবার কোনো ভেটো না দিয়ে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান নিয়েছে। দেশটির এই পদক্ষেপ মিত্র ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান মতবিরোধের ইঙ্গিত দেয়। 

গাজায় ক্রমবর্ধমান মৃতের সংখ্যা নিয়ে এর আগে ওয়াশিংটন ইসরায়েলের সমালোচনা করেছে। সেখানে চলমান সংঘাতে ইসরায়েলের ধারাবাহিক বোমাবর্ষণে ৩২ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। নিহতদের মধ্যে মানুষ বেশির ভাগই নারী ও শিশু। 

গাজায় ত্রাণ বিতরণের জন্য আরও সুযোগ করে দেওয়ার জন্যও ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করেছে জাতিসংঘ। বোমায় বিধ্বস্ত পুরো জনপদটিতে এখন দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গাজায় সাহায্য পৌঁছানোর ক্ষেত্রে বাধা দেওয়ার জন্য ইসরায়েলকে দায়ী করেছে জাতিসংঘও। 

গত ৭ অক্টোবর গাজা শাসনকারী ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী হামাস ইসরায়েলের ওপর নজিরবিহীন হামলা চালানোর পর চলমান সংঘাতের সূত্রপাত হয়।

যুদ্ধবিরতি চুক্তির পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত, নিহত বেড়ে ৪৭ হাজার

গাজা যুদ্ধবিরতি শুরু কয়েক ঘণ্টা পর, যা ঘটবে প্রথম ধাপে

গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে জটিলতা

ইরানে সুপ্রিম কোর্টের ভেতরে দুই বিচারপতিকে গুলি করে হত্যা

গাজায় যুদ্ধবিরতি চুক্তিকে ইসরায়েলের ব্যর্থতা মনে করেন হিজবুল্লাহ প্রধান

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে রোববার সকাল সাড়ে ৮টা থেকে: কাতার

গাজা যুদ্ধবিরতি চুক্তিতে যা আছে

গাজায় যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদন, কার্যকর রোববার

ইসরায়েলের নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন, মন্ত্রিসভার সম্মতির অপেক্ষা

গাজা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত, একদিন পিছিয়ে কার্যকর হতে পারে সোমবার থেকে

সেকশন