হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

হামাসের প্রতিরোধে পিছু হটল ইসরায়েলি ট্যাংক 

হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে অবরুদ্ধ গাজা উপত্যকার উপকণ্ঠে ঢুকে পড়া ইসরায়েলি সামরিক বাহিনীর কিছু ট্যাংক ও বুলডোজার। আজ সোমবার গাজায় প্রবেশ করা ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে হামাসের যোদ্ধাদের তীব্র সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জেরে ইসরায়েলি ট্যাংক ও বুলডোজার গাজা ছাড়তে বাধ্য হয়েছে বলে জানিয়েছেন গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান এক কর্মকর্তা। 

আজ সোমবার ফিলিস্তিনের একাধিক সূত্র কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে বলেছে, ইসরায়েলি ট্যাংকগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল-দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় প্রতিরোধের মুখে পড়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়। 

গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল-দিন সড়কের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে। 

গাজায় হামাসের সরকারি অফিসের প্রধান কর্মকর্তা সালামা মারুফ বলেন, ইসরায়েলি ট্যাংক গাজা শহরের উপকণ্ঠ থেকে পিছু হটেছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘গাজা উপত্যকার আবাসিক এলাকাগুলোতে ইসরায়েলি বাহিনীর কোনো স্থল অভিযান নেই। সালাহ আল-দিন সড়কে কেবল দখলদার সেনাবাহিনীর কয়েকটি ট্যাংক এবং একটি বুলডোজারের অনুপ্রবেশ ঘটেছিল। 

‘এসব যানবাহন সালাহ আল-দিন স্ট্রিটে দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে। পরে হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন। চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে।’ 

গাজা উপত্যকা থেকে আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলৌত জানান, ‘গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাংক অবস্থান করছে বলে জানা যাচ্ছে, আমি সেখান থেকে ৫ কিলোমিটার দূরে রয়েছি। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোঁয়া উড়তে দেখছি। যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে, গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে।’

৭ অক্টোবরের দায় এড়াতে ফন্দি খোঁজার দায়িত্ব দিয়েছিলেন নেতানিয়াহু: সাবেক মুখপাত্র

মসজিদে নববির মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই

ইসরায়েল আর ‘কখনোই গাজা ত্যাগ করবে না’

তুরস্কে বিমান বিধ্বস্ত হয়ে লিবিয়ার ‘জাতীয় ঐক্যের সরকারের’ সেনাপ্রধান নিহত

গাজায় ৭৩ দিনে ইসরায়েলি হত্যাকাণ্ডের শিকার ৪১১ ফিলিস্তিনি, যুদ্ধবিরতি লঙ্ঘন ৮৭৫ বার

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী