হোম > বিশ্ব > মধ্যপ্রাচ্য

রমজানের প্রথমার্ধে মসজিদে নববিতে নামাজ পড়েছেন দেড় কোটি মুসল্লি

মুসলিমদের পবিত্র মাস রমজানের প্রথমার্ধ, অর্থাৎ প্রথম ১৫ দিনে মদিনার মসজিদে নববিতে নামাজ পড়েছেন প্রায় দেড় কোটি মানুষ। অর্থাৎ, এই ১৫ দিনে দেশ-বিদেশের প্রায় দেড় কোটি মানুষ ইসলাম ধর্মের অন্যতম পবিত্র এই স্থানে ভ্রমণ করেছেন। সৌদি আরব সরকারের এক শীর্ষ কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ।

কাবা শরিফ ও মসজিদে নববির তত্ত্বাবধায়ক জেনারেল অথোরিটি ফর কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্টের তথ্য ও পরিসংখ্যানবিষয়ক শাখার প্রধানর সুলতান আল-বাদরি এ তথ্য জানিয়েছেন। মুসল্লিদের পবিত্র এই স্থানে বিভিন্ন পরিষেবার এক সুসমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে স্বাগত জানানো হয়েছে বলেও জানান তিনি। 

সুলতান আল-বাদরি জানান, এই সময়ের মধ্যে মুসল্লি নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করে নবী মুহাম্মদের (সা.) রওজা শরিফ জিয়ারত করেছেন। স্থানীয় সম্প্রচারমাধ্যম আল-আখবারিয়া চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নুসুক অ্যাপ পবিত্র এই স্থানে প্রবেশের ভিড় নিয়ন্ত্রণে বেশ সহায়তা করেছে। 

চন্দ্র বছরের হিসাব অনুসারে গত ১১ মার্চ সৌদি আরবে রোজা শুরু হয়েছে। সাধারণত এই সময়টাকে ওমরাহ ও নবীর রওজা জিয়ারতের জন্য উত্তম সময় হিসেবে বিবেচনা করা হয়। এই সময়ে সৌদি আরবে ওমরাহ করতে যাওয়া ব্যক্তিদের সংখ্যা সারা বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি থাকে। সাধারণত, ওমরাহ শেষে মুসল্লিরা নবীর রওজা জিয়ারতে যান। 

এদিকে মসজিদে নববির দায়িত্বে থাকা কর্তৃপক্ষ রোজার শুরু থেকেই সেখানে যাওয়া মুসল্লিদের মধ্যে ইফতার বিতরণ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, চলতি রমজান মাসে মসজিদে নববিতে অন্তত ৮৫ লাখ প্যাকেট ইফতার বিতরণ করা হবে।

যুদ্ধের মধ্যেই গাজায় দুবার সন্তান প্রসবের ভয়াবহ স্মৃতি হাদিলের

আসাদের খালি হয়ে যাওয়া কুখ্যাত কারাগারগুলো ভরে উঠছে আবার

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ফিলিস্তিনিদের প্রলোভনে ফেলে গাজা খালি করার মিশনে ইসরায়েলঘনিষ্ঠ ভুয়া সংস্থা

গাজায় নতুন শাসনকাঠানো কার্যকর শিগগির: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ধ্বংসস্তূপের মধ্যেই গাজার ইসলামিক ইউনিভার্সিটিতে পাঠদান শুরু

ইসরায়েলি সেটেলারদের আগ্রাসন ঠেকাতে ফিলিস্তিনি গ্রামে মানবঢাল একদল স্বেচ্ছাসেবক

সিরিয়ায় একযোগে ৭০ স্থানে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

সমুদ্র উপকূলে পাওয়া গ্যাস বিক্রি করে গাজা পুনর্গঠনের পরিকল্পনা যুক্তরাষ্ট্র–আরব আমিরাত ও ইসরায়েলের

আরব বসন্তে ক্ষমতাচ্যুত একনায়কেরা এখন কোথায় কেমন আছেন