হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে ৯০০ ফুট উঁচুতে কেব্‌ল কারে আটকে পড়া ৮ জনকেই উদ্ধার 

পাকিস্তানে কেব্‌ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট উঁচুতে আটকে পড়া ৭ শিশুসহ ৮ জনকেই নিরাপদে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। উদ্ধারের আগে ওই ৮ জন সেখানে প্রায় ১৫ ঘণ্টা ধরে ঝুলে ছিল। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার সকালে পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলের বট্টগ্রামের উপত্যকায় কেব্‌ল কারের তার ছিঁড়ে ৯০০ ফুট ওপরে আটকে পড়ে সাত শিশুসহ আট আরোহী। বট্টগ্রামের পার্বত্য এলাকায় ওই কেব্‌ল কারে চড়ে শিশুরা স্কুলে যাচ্ছিল। বট্টগ্রাম ইসলামাবাদের ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত। চলন্ত অবস্থায় কেব্‌ল কারের একটি তার ছিঁড়ে গেলে সেটি উপত্যকা থেকে ২৭৪ মিটার (৯০০ ফুট) ওপরে ঝুলতে থাকে। 

উদ্ধার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ‘এটি অনন্য একটি অভিযান ছিল যেখানে আমাদের সব ধরনের দক্ষতাকেই কাজে লাগাতে হয়েছে।’ 
 
পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকারও কেব্‌ল কারে আটকে পড়া ৮ জনের উদ্ধার হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি লিখেছেন, ‘সব শিশুকেই সাফল্যের সঙ্গে নিরাপদে উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও লিখেন, ‘আমাদের সেনাবাহিনী, উদ্ধারকারী বিভাগ, জেলা প্রশাসন এবং স্থানীয় লোকজনসহ সবাই সম্মিলিতভাবে দারুণ কাজ করেছেন।’ 
 
এর আগে, রাত হয়ে আসলে হেলিকপ্টারের সাহায্যে চালাতে থাকা উদ্ধার তৎপরতা বন্ধ করে দেওয়া হয়। তবে তার আগে দুই শিশুকে নিরাপদে উদ্ধার করে আনা হয়। পরে কেব্‌ল কারের চারপাশে একাধিক ফ্লাড লাইট জ্বালানো হয় এবং আবারও শুরু হয় উদ্ধার অভিযান। 

গুলফ্রাজ নামে কেব্‌ল কারে আটকে পড়া এক যাত্রী পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজকে মোবাইল ফোনে বলে, ‘খোদার দোহাই, আমাদের সাহায্য করুন।’ কেব্‌ল কারে আটজন আছেন বলে তিনি নিশ্চিত করেন। 

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা জুলফিকার খান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘কেব্‌ল কারটি এমন এক জায়গায় আটকে আছে, যেখানে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো প্রায় অসম্ভব।’ 

স্থানীয় এক শিক্ষক ডনকে বলেন, ‘এ এলাকায় রাস্তাঘাট ও যানবাহনের অভাবে প্রতিদিন প্রায় দেড় শ জন মানুষ কেব্‌ল কার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে স্কুলে যায়।’

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন