হোম > বিশ্ব > পাকিস্তান

প্রেসিডেন্টের বেতন নেবেন না পাকিস্তানের ‘মিস্টার ১০ পারসেন্ট’ জারদারি 

অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ধুঁকছে পাকিস্তান। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ধারদেনা করে চলছে দেশটি। এই পরিস্থিতিতে বেতন না নেওয়ার ঘোষণা দিয়েছেন পাকিস্তানের দুর্নীতির কারণে ‘মিস্টার ১০ পারসেন্ট’ বলে পরিচিত ও নবনির্বাচিত প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। 

গত মঙ্গলবার পাকিস্তানের প্রেসিডেন্ট কার্যালয়ের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এই ঘোষণা দেওয়া হয়। ওই টুইটে বলা হয়েছে, প্রেসিডেন্ট জারদারি সিদ্ধান্ত নিয়েছেন, রাষ্ট্রপ্রধানের পদে থাকা অবস্থায় বেতন নেবেন না তিনি। অর্থনৈতিক সংকটকালে দেশের দূরদর্শী আর্থিক ব্যবস্থাপনাকে উৎসাহিত করার জন্য তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। 

টুইটে বলা হয়, ‘প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি তাঁর বেতন না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। দেশ যে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তার পরিপ্রেক্ষিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। মূলত দেশে বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তকে উৎসাহিত করতেই প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এই সিদ্ধান্ত নিয়েছেন।’ 

আসিফ আলী জারদারি পাকিস্তানের প্রয়াত ও সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির দুই মেয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর দ্বিতীয় মেয়াদের শাসনামলে (১৯৯৩-১৯৯৬) আসিফ আলী জারদারি প্রথমে পাকিস্তানের অর্থমন্ত্রী ও পরে পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ই তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে, তিনি সরকারি সব দরপত্র থেকে ১০ শতাংশ করে কমিশন দাবি করতেন। সেই সময়ই তিনি পাকিস্তান তো বটেই আন্তর্জাতিক গণমাধ্যমেও মিস্টার ১০ পারসেন্ট বলে পরিচিতি পান। 

আসিফ আলী জারদারি খুন, দুর্নীতিসহ বিভিন্ন মামলায় প্রায় ১১ বছর কারাবন্দী ছিলেন, যা যেকোনো পাকিস্তানি রাজনীতিবিদের তুলনায় একটু বেশিই। ২০০৭ সালে বেনজির ভুট্টো খুন হওয়ার পর আকস্মিকভাবে আসিফ আলী জারদারি ২০০৮ সালে প্রথম দফায় পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ২০১৩ সালে তাঁর মেয়াদ শেষ করেন। সর্বশেষ আবার ২০২৪ সালে আবারও পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন