হোম > বিশ্ব > পাকিস্তান

পুত্রসন্তানের জন্য পেরেক ঠোকা হলো অন্তঃসত্ত্বা নারীর মাথায়

পুত্রসন্তানের নিশ্চয়তা পেতে পেরেক ঠোকা হলো অন্তঃসত্ত্বা নারীর মাথায়। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পেশোয়ারে। ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে আজ বুধবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

কবিরাজি চিকিৎসা পাকিস্তানে খুবই সাধারণ। যদিও ইসলামের কয়েকটি শাখা এটি সমর্থন করে না।

দক্ষিণ এশিয়ায় আর্থিক নিরাপত্তার জন্য পুত্রসন্তান থাকা খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

চিকিৎসক হায়দার খান বলেন, প্লাস দিয়ে পেরেক তুলতে ব্যর্থ হয়ে ওই নারী হাসপাতালে আসেন। তিনি অজ্ঞান ছিলেন না, কিন্তু প্রচণ্ড ব্যথা ছিল। 

চিকিৎসক জানান, ভুক্তভোগী নারী তিন কন্যাসন্তানের জননী। এবার তাঁর গর্ভে কন্যাসন্তানই ছিল। 

একটি এক্সরেতে দেখায় যে পাঁচ সেন্টিমিটার (দুই ইঞ্চি) পেরেকটি ওই নারীর কপালের ওপরের অংশে ছিদ্র করেছে কিন্তু তাঁর মস্তিষ্কে আঘাত করেনি।

চিকিৎসক খান বলেন, একটি হাতুড়ি বা অন্য কোনো ভারী বস্তু দিয়ে পেরেক ঠোকা হয়। 
 
ওই নারী জানিয়েছেন, তিনি কবিরাজের পরামর্শে নিজের মাথায় পেরেক ঠোকার অনুমতি দেন। পেশোয়ারের পুলিশ জানিয়েছে, তারা ওই নারীকে জিজ্ঞাসাবাদ করবে। 

পেশোয়ার পুলিশের প্রধান আব্বাস আহসান বলেন, ‘আমরা হাসপাতাল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং আশা করছি শিগ্‌গিরই ওই নারীর কাছে পৌঁছাতে পারব।’ 

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন