হোম > বিশ্ব > পাকিস্তান

সেলফি তুলে ফিলিস্তিন-ইসরায়েল দ্বন্দ্বের মাঝখানে এবার শহীদ আফ্রিদি

অনলাইন ডেস্ক

শুরুটা হয়েছে ইসরায়েলপন্থী একটি সংগঠনের দাবিকে কেন্দ্র করে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনটি হঠাৎ দাবি করে বসেছে, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান দ্বন্দ্ব সংঘাতের মধ্যে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি ইসরায়েলকেই সমর্থন করেছেন। তবে আফ্রিদি অবশ্য এমন দাবিকে উড়িয়ে দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে এক পোস্টে তিনি উল্টো ফিলিস্তিনের পক্ষেই নিজের অবস্থান বোঝাতে চেয়েছেন। 

ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের জের ধরে সারা পৃথিবীই এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এদের একদল ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করছেন, অন্যদিকে আরেক দল ফিলিস্তিনিদের প্রতি সমর্থন দেখাচ্ছেন। তাঁদের কেউ কেউ আবার ইসরায়েলি পণ্য বয়কটেরও ডাক দিচ্ছেন। মুসলিমপ্রধান দেশ হিসেবে পাকিস্তানের পররাষ্ট্রনীতি এবং দেশটির সাধারণ মানুষ ঘোর ইসরায়েলবিরোধী। এর মধ্যে পাকিস্তানের জনপ্রিয় ব্যক্তিত্ব হয়ে শহীদ আফ্রিদির ইসরায়েলকে সমর্থন অনেকেই মেনে নিতে পারছিলেন না। আফ্রিদিকে নিয়ে ইসরায়েলি সংগঠনটির দাবিকে কেন্দ্র করে তাই শোরগোল পড়ে যায়। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নর্থ-ওয়েস্ট ফ্রেন্ডস নামে ইসরায়েলপন্থী ওই সংগঠনটি তাদের দাবির পক্ষে সংগঠনটির কর্মীদের সঙ্গে আফ্রিদির একটি ছবিও পোস্ট করেছে। আর বলেছে—হামাসের কাছ থেকে জিম্মিদের ছাড়িয়ে আনতে তাদের দাবির সঙ্গে একাত্ম হয়েছেন আফ্রিদি। এমনকি তিনি একটি সমর্থনপত্রে স্বাক্ষর করেছেন বলেও উল্লেখ করা হয়েছে। 

এ বিষয় নিয়ে পরে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা শুরু হলে ওই সংগঠনের দাবিকে অস্বীকার করেন আফ্রিদি। তিনি জানান, সংগঠনটির কর্মীরা তাঁকে দেখে সেলফি তোলার জন্য তাঁর কাছে গিয়েছিলেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্তদের এমন আবদারে তিনি প্রায় সময়ই সাড়া দেন। ঘটনাটি ঠিক সেভাবে ঘটলেও এখন মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। 

এ বিষয়ে আফ্রিদি লিখেছেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করা সবকিছুকে বিশ্বাস করবেন না। আমি ইংল্যান্ডের ম্যানচেস্টারের রাস্তা দিয়ে যাচ্ছিলাম। সেই সময় ভক্ত সেজে কিছু লোক আমার সঙ্গে ছবি তুলেছে। পরে তারা ইহুদিদের আমি সমর্থন করেছি দাবি করে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে।’ 

নিজের পোস্টে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর ইসরায়েল হামলা চালাচ্ছে বলেও উল্লেখ করেন সাবেক ক্রিকেটার। তিনি লিখেন, ‘গাজার পরিস্থিতি সত্যিই হৃদয়বিদারক। আমি শান্তির জন্য প্রার্থনা করি। এই যুদ্ধের অবসানের জন্য প্রার্থনা করি। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য প্রার্থনা করি।’ 

কিন্তু পালটা আরেক টুইট করে ইসরায়েলপন্থী সংগঠনটি বলেছে, ‘আমরা তাঁর কাছে যাইনি। আফ্রিদি নিজেই আমাদের কাছে এসেছিলেন। আমরা লিফলেট বিলি করছিলাম। উনি লিফলেট নেন। লিফলেট নিয়ে আমাদের সঙ্গে ছবি তোলেন। উনি আসলে একটা মুখোশ পরেছিলেন। সেই মুখোশ এবার খুলে গেছে।’ 

ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতের সূত্রপাত হয়েছে গত বছরের ৭ অক্টোবর। সেদিন ইসরায়েলে প্রবেশ করে সহস্রাধিক মানুষকে হত্যা করে গাজা নিয়ন্ত্রণ করা হামাস যোদ্ধারা। পাশাপাশি অপহরণ করে গাজায় নিয়ে জিম্মি করা হয় আরও দুই শতাধিক মানুষকে। এ ঘটনার জের ধরে সেদিন থেকে গাজার সাধারণ মানুষের ওপর নির্বিচার বোমাবর্ষণ ও হামলা করে যাচ্ছে ইসরায়েল। এসব হামলায় এখন পর্যন্ত গাজায় ৩৭ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগ নারী ও শিশু বলে দাবি করে আসছে শহরটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

সেকশন