পশতু তাহাফুজ মুভমেন্ট (পিটিএম) বা পশতু সুরক্ষা আন্দোলন নামে একটি প্রখ্যাত অধিকার গোষ্ঠীকে নিষিদ্ধ করেছে পাকিস্তান। ওই গোষ্ঠীকে ‘নিষিদ্ধ সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করে পাকিস্তান সরকার বলেছে, তাদের আন্দোলনের কার্যক্রম দেশের শান্তি ও নিরাপত্তার জন্য সংঘাতমূলক।
আল জাজিরা জানিয়েছে, গতকাল রোববার পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পিটিএমকে নিষিদ্ধ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সংগঠনটি এমন কিছু কার্যকলাপে যুক্ত ছিল, যা দেশের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।’
পশতুরা তাদের নিজস্ব পশতু ভাষাসহ একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী। এই জাতিগোষ্ঠীর বেশির ভাগ মানুষ পাকিস্তান ও আফগানিস্তানে বাস করে। মূলত ঔপনিবেশিক ডুরান্ড লাইন দ্বারা বিভক্ত হয়ে তাদের বসবাসের অঞ্চলটি পাকিস্তান ও আফগানিস্তানে ভাগ হয়ে গেছে।
পাকিস্তান সরকার নিজ দেশের ভেতরে তালেবানের সহযোগী হয়ে কাজ করা তেহরিক-ই-তালিবানের বিরুদ্ধে যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, তার দ্বারা প্রভাবিত জাতিগত পশতুনদের অধিকার নিয়ে কথা বলতে ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় পিটিএম। এই আন্দোলনটি পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে অধিকারকর্মী ও জাতিগত নেতাদের গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য কঠোর সমালোচনার জন্য পরিচিত। রাজনৈতিক দল না হলেও এই সংগঠনটি হাজার হাজার মানুষকে একসঙ্গে জড়ো করার ক্ষমতা রাখে। পিটিএম দাবি করেছে, সাম্প্রতিক দিনগুলোতে তাদের দুই শতাধিক কর্মীকে গ্রেপ্তার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।
এদিকে পাকিস্তানের স্বাধীন মানবাধিকার কমিশন (এইচআরসিপি) পিটিএমকে নিষিদ্ধ করার নিন্দা জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বিবৃতিতে পিটিএমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে এইচআরসিপি।