হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তানে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

পাকিস্তানের করাচিতে জাকাত বিতরণের সময় পদদলিত হয়ে ১১ নারী-শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে আট নারী ও তিন শিশু রয়েছে। আহত হয়েছেন পাঁচজন। আজ শুক্রবার পুলিশ ও উদ্ধারকারীদের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও দ্য ডন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার এ ঘটনা ঘটে। একটি ফ্যাক্টরির বাইরে খাবার সংগ্রহের জন্য কয়েক শ মানুষ লাইনে দাঁড়ান। দীর্ঘ লাইনে ধাক্কাধাক্কিতে পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। পুলিশ কর্মকর্তা মুঘিস হাশমি বলেন, এ সময় অনেকেই নালায় পড়ে যান। 

স্থানীয় বাসিন্দারা জানান, নালার কাছের একটি দেয়াল ধসে পড়ে। পদদলিত হয়ে হতাহতের ঘটনা ঘটে। 

মুঘিস হাশমি বলেন, ফ্যাক্টরির মালিক খাবার বিতরণের বিষয়টি আগে থেকে পুলিশকে অবহিত করেননি। স্থানীয় পুলিশ আগে থেকে জানলে তাঁরা এখানে থাকতে পারত। 

পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি কর্তৃপক্ষকে ঘটনার কারণ তদন্ত করার নির্দেশ দিয়েছেন। 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আজকের এই দুর্ঘটনাটিসহ গত সপ্তাহ থেকে এ পর্যন্ত বিনা মূল্যে খাবার সংগ্রহ করতে গিয়ে দেশটিতে মোট ২১ জনের মৃত্যু হয়েছে। 

মোহাম্মদ আরসালান নামের স্থানীয় এক বাসিন্দা বলেন, বিনা মূল্যে খাবার সংগ্রহে সকাল থেকেই এখানে ভিড় করতে শুরু করে মানুষ। পদদলিত মানুষের কান্নার শব্দ তিনি শুনতে পান বলে জানান। 

কেয়ামারীর সিনিয়র পুলিশ সুপার (এসএসপি) ফিদা হোসেন জানওয়ারী দ্য ডনকে জানান, প্রায় ৪০০ জনের মতো নারী এখানে জড়ো হয়েছিলেন। ফ্যাক্টরির গেট বন্ধ করে দেওয়া হয়।

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

সেকশন