অতীতকে পেছনে ফেলে এগিয়ে যেতে প্রস্তুত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান। গতকাল শনিবার পিটিআই বলেছে, ইমরানের নেতৃত্বাধীন দলের সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সাধারণ নির্বাচনে সবার চেয়ে এগিয়ে থাকায় পাঞ্জাব, খাইবার পাখতুনখাওয়া এবং কেন্দ্রে ফেডারেল সরকার গঠন করবে।
গতকাল রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন পিটিআইয়ের আইনজীবী উমায়ের খান নিয়াজি। তিনি বলেন, পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তাঁর প্রতীকবিহীন দলের জয়ের পর কেন্দ্রে এবং খাইবার পাখতুনখাওয়া ও পাঞ্জাব প্রদেশে সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন।
ইমরানের নিজ শহর মিয়ানওয়ালি থেকে নবনির্বাচিত ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য (এমএনএ) নিয়াজি বলেন, নওয়াজ শরিফকে জোট সরকার গঠন করতে না দেওয়ার আহ্বান জানিয়েছেন পিটিআই নেতা ইমরান খান। তাঁর মতে, এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা অতীতে কাজে লাগেনি।
নিয়াজি বলেন, ইমরান খান রাজনৈতিক অস্থিতিশীলতার অবসান এবং দেশের ভবিষ্যতের জন্য এগিয়ে যেতে প্রস্তুত। কারচুপির মাধ্যমে পিটিআইয়ের যেসব প্রার্থীকে হারানো হয়েছে, তাঁদের নিজ নিজ নির্বাচনী এলাকায় কারচুপির প্রতিবাদে রাস্তায় নামতে বলেছেন পিটিআই প্রতিষ্ঠাতা।
৮ ফেব্রুয়ারির নির্বাচনে সবচেয়ে বেশি আসনে জয়লাভের পর সরকার গঠনের পরিকল্পনা বাস্তবায়নে পিটিআইয়ের শীর্ষ নেতারা বৈঠক করেছেন। এই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী উমায়ের খান নিয়াজিকে কেন্দ্রীয় নির্বাচনে পিটিআই-সমর্থিত জয়ী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে। এ ছাড়া অন্য দুই নেতা আলী আমিন গান্ডাপুর এবং মিয়া আসলাম ইকবালকে যথাক্রমে খাইবার পাখতুনখাওয়া এবং পাঞ্জাবের নির্বাচিত আইনপ্রণেতাদের কাছে যেতে বলা হয়েছে।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গতকাল শনিবার পিটিআইয়ের চেয়ারম্যান গহর আলী খান সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, পিটিআই আশা করেছিল, নির্বাচনের ফলাফলে একক বৃহত্তর দল হিসেবে জয়লাভের পর পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি পিটিআইকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাবেন।
উল্লেখ্য, প্রেসিডেন্ট এই মুহূর্তে সরকার গঠনের জন্য কোনো রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাতে পারবেন না। পাকিস্তান সংবিধানের ৯১ অনুচ্ছেদ অনুযায়ী, প্রেসিডেন্ট আগেই তলব না করলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ২১তম দিনে তাঁর সঙ্গে দেখা করবে ন্যাশনাল অ্যাসেম্বলি। স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পর সংসদ নেতা (প্রধানমন্ত্রী) নির্বাচন করা হবে।
সংবাদ সম্মেলনে গহর আলী খান বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনকে তিনি প্রাথমিকভাবে জারি করা ফর্ম-৪৫ বিবেচনা করে নির্বাচনের ফলাফল নতুনভাবে প্রস্তুত করতে বলেছিলেন। ইসিপির উদ্দেশে তিনি বলেন, ‘ইমরান খান বলেছেন, আমরা দাসত্বকে ধরে রাখতে দেব না। এখন পুরো পরিস্থিতি আপনার সামনে। দমন-পীড়ন সত্ত্বেও পিটিআইকে ভোট দেওয়ার জন্য তাদের নেতার আহ্বানে লোকেরা দলে দলে বেরিয়ে এসেছিল।’
ব্যারিস্টার গহর দাবি করেছেন, পিটিআই ১৭০টি আসন পেয়েছে। চূড়ান্ত ফলাফলে কী ঘটেছে, তা খুঁজে বের করার জন্য আইনি প্রক্রিয়া ব্যবহার করা উচিত। তিনি বলেন, স্বচ্ছভাবে ফলাফল সংকলন ও প্রকাশ করা ইসিপির দায়িত্ব। আইন অনুযায়ী, সংকলন প্রক্রিয়ার সময় প্রতিদ্বন্দ্বী প্রার্থী, একজন নির্বাচনী এজেন্ট এবং একজন অনুমোদিত পর্যবেক্ষকের উপস্থিত থাকা প্রয়োজন।
গহর আলী খান আরও বলেন, পিটিআইয়ের সরকার গঠনে বাধা তৈরি করা উচিত নয়; কারণ, ন্যাশনাল অ্যাসেম্বলি নির্বাচনে ২৬৫টি আসনের মধ্যে ১৭০টিতে জয়লাভ করেছে পিটিআই। এটা সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা। এর মধ্যে ৯৪টি আসনের ফল মেনে নিয়েছে ইসিপি। এ ছাড়া পিটিআই খাইবার পাখতুনখাওয়াতে ৪৫টির মধ্যে ৩৯টি আসনে জয়লাভ করেছে, যা ঐতিহাসিক এবং নজিরবিহীন।
পাকিস্তানের গণমাধ্যম ডন থেকে অনূদিত