হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদের খুব কাছে ইমরান খানের ‘আপসহীন’ সমর্থকেরা, পরিস্থিতি থমথমে

অনলাইন ডেস্ক

ইসলামাবাদ টোলপ্লাজায় পিটিআই সমর্থকদের গাড়িবহর। ছবি: সংগৃহীত

পাকিস্তানের ফেডারেল রাজধানী ইসলামাবাদের খুব কাছাকাছি পৌঁছে গেছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা-কর্মী ও সমর্থকেরা। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই বিক্ষোভকারীরা গতকাল সোমবার রাতে ইসলামাবাদ টোল প্লাজা অতিক্রম করে রাজধানীর দিকে অগ্রসর হতে শুরু করে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে পিটিআইয়ের গাড়িবহর আদালতের নির্দেশ উপেক্ষা করে ইসলামাবাদে প্রবেশ করেছে। এর আগের দিন সোমবার পিটিআই নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত এবং ১১৯ কর্মকর্তা আহত হয়েছেন।

এদিকে, পাকিস্তান সরকার বল প্রয়োগ করে হলেও বিক্ষোভ ব্যর্থ করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইমরান খানের নির্দেশনা অনুসারে, গত ২৪ নভেম্বর ইসলামাবাদে প্রবেশের কথা থাকলেও নানা কারণে তা হয়নি। পিটিআই নেতারা বলছেন, তাঁরা রাজধানীতে পৌঁছানোর ক্ষেত্রে ‘কোনো তাড়াহুড়া’ করছেন না। এ কারণে, পাকিস্তানের বিভিন্ন প্রান্ত থেকে আসা পিটিআইয়ের গাড়িবহরগুলো গত রাতে বিশ্রাম নিয়েছে। দেশজুড়ে কর্মী-সমর্থকদের গ্রেপ্তার এবং লাঠিপেটা ও টিয়ার গ্যাসের মুখোমুখি হয়েও পিটিআই বিক্ষোভে চালিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

গত সপ্তাহে ইসলামাবাদ হাইকোর্টের এক রায়ে বলা হয়েছিল যে, পিটিআইয়ের পরিকল্পিত বিক্ষোভ অবৈধ এবং সরকারকে জনজীবন ব্যাহত না করে ইসলামাবাদে আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছিল। অপর দিকে, গতকাল দিনভর পিটিআইয়ের গাড়িবহর চলমান থাকার মধ্যেই পাঞ্জাব সরকার ও পুলিশ জানিয়েছে, হাকলা ইন্টারচেঞ্জ বা মোড়ে বিশৃঙ্খলাকারীদের হাতে এক কনস্টেবল নিহত হয়েছেন।

ডনের এক সংবাদদাতা জানিয়েছেন, খাইবার পাখতুনখাওয়া থেকে আগত গাড়িবহর ইসলামাবাদ টোল প্লাজা অতিক্রম করেছে। এই বহরের নেতৃত্বে আছেন প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। পিটিআইয়ের অফিশিয়াল এক্স হ্যান্ডেল থেকেও সেই স্থানের গাড়িবহরের ভিডিও শেয়ার করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ার আইনমন্ত্রী আফতাব আলম জানিয়েছেন, কনভয়ের পরবর্তী গন্তব্য ইসলামাবাদের ডি-চক। পিটিআই নেতা মুহাম্মদ বাশারত রাজা জানিয়েছেন, একাধিক গাড়িবহর ইসলামাবাদে প্রবেশ করছে।

পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্ত্রী বুশরা বিবি এক ভিডিও বার্তায় বলেছেন, মানুষজন ইসলামাবাদে পৌঁছে যাচ্ছে এবং যারা এখনো বের হয়নি তাদের রাজধানীতে আসার আহ্বান জানিয়েছেন। তিনি এর আগে ইমরানের মুক্তির দাবি জানিয়ে বলেন, ‘আমার ভাইয়েরা, যতক্ষণ না ইমরান খান আমাদের সঙ্গে থাকছেন, আমরা এই মিছিল শেষ করব না। আমি আমার শেষ নিশ্বাস পর্যন্ত সেখানে (ইসলামাবাদে) থাকব এবং আপনাদের সবাইকে আমাকে সমর্থন করতে হবে। এটি কেবল আমার স্বামীর বিষয় নয়, এটি দেশের এবং এর নেতার বিষয়।’

পিটিআই জানিয়েছে, ‘বিক্ষোভকারীদের মনোবল তুঙ্গে। যারা ইসলামাবাদকে নিজেদের জমিদারি মনে করে এবং এটি পাকিস্তানের নাগরিকদের জন্য রাজধানীর প্রবেশ বন্ধ করে দিয়েছে, তাদের এখন এখানে নজর দিতেই হবে!’

এদিকে, পিটিআই নেতা শওকত ইউসুফজাই আটকের বুরহান ইন্টারচেঞ্জ থেকে ডনকে বলেছেন, গাড়িবহরগুলো ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়ে গেছে। তবে বহরের আকার ও সড়কে থাকা ব্যারিকেডের কারণে ধীরে ধীরে এগোতে হচ্ছে। তিনি দাবি করেছেন, ‘বিশাল মিছিল’ দেখে পুলিশ পিছু হটেছে। ইউসুফজাই আরও বলেছেন, খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী গান্দাপুর শান্তিপূর্ণভাবে কিন্তু যেকোনো মূল্যে ডি-চকে পৌঁছাতে চান।

ইউসুফজাই বলেছেন, ‘নিরপরাধ রাজবন্দীদের—যার মধ্যে ইমরান খানও আছেন—মুক্তি না হওয়া পর্যন্ত মিছিল বন্ধ হবে না।’ তিনি বলেন, ‘সরকার অদক্ষ এবং তাদের লক্ষ্য কেবল জনগণের ওপর লাঠিপেটা করা এবং রাস্তা অবরুদ্ধ করা। সরকারের একমাত্র লক্ষ্য পিটিআইকে দমন করা। তারা রাজনৈতিক লোক নয়। আমরা ধীরে ধীরে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহর ইচ্ছায়, সত্যই বিজয় লাভ করবে।’

পিটিআই ইসলামাবাদ ইউনিটের এক্স অ্যাকাউন্ট থেকে দলে বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহার আলী খানের একটি বক্তব্য শেয়ার করা হয়েছে। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি খান সাহেবের চূড়ান্ত ডাক, এটি বাতিল করার মতো কোনো সুযোগ নেই।’ তিনি মূলত এর মধ্য দিয়ে আপসহীনতার বার্তাই তুলে ধরেছেন।

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ

পাকিস্তানের পাঞ্জাবে মিলল ৩২ হাজার কেজি স্বর্ণের খনি

যৌথ ব্যবসা পরিষদ গঠনে বাংলাদেশ-পাকিস্তানের চুক্তি

ইমরান খানকে কারাগার থেকে গৃহবন্দী করার প্রস্তাব, পিটিআই-সরকার আলোচনায় জটিলতা

বিশ্বব্যাংক থেকে ৪০ বিলিয়ন ডলার ঋণের আশায় পাকিস্তান

ওআইসির সহযোগিতায় বাংলাদেশিদের জন্য ফেলোশিপ চালু করল লাহোর ইউনিভার্সিটি

ফেসবুকে প্রেম, বিয়ে করতে পাকিস্তান গিয়ে বিপদে ভারতীয় তরুণ

পাকিস্তানি পরিচয়পত্রধারী ৩ বাংলাদেশি বোন করাচিতে গ্রেপ্তার

তালেবানের পাল্টা হামলা, পাক-আফগান সীমান্তে উত্তেজনা

সেকশন