হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের বাড়ি থেকে খালি হাতে ফিরল পুলিশ

পাঞ্জাবের লাহোরে অবস্থিত পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে খালি হাতেই ফিরেছে পুলিশ বাহিনী। 

আজ শুক্রবার সন্ধ্যায় ইমরানের নিরাপত্তায় নিয়োজিত এক কর্মকর্তার বরাত দিয়ে এ খবর দিয়েছে দেশটির ডন পত্রিকা। 

পুলিশ চলে যাওয়ার পর বাসভবনের বাইরে এসে ইমরান খানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখার ঘুমান সাংবাদিকদের কাছে বলেন, ‘আমার ধারণা, তারা বুঝতে পেরেছে যে এখানে সন্দেহজনক কিছু নেই। পানি আর বিস্কুট ছাড়া তারা এখানে আর কিছুই খুঁজে পায়নি।’

ইফতিখার আরও বলেন, ‘আমরা আপনাদের সামনেই বাড়ির দরজা খুলে দিয়েছি। এখন তাদের জিজ্ঞেস করে দেখুন—কী খুঁজে পেয়েছে।’ 

দিনভর নাটকীয়তার পর আজ বিকেলে ইমরানের বাড়িতে তল্লাশি চালায় পাকিস্তানের পুলিশ বাহিনী। 

এর আগে দুপুরে পাঞ্জাবের তথ্যমন্ত্রী আমির মীর সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, শহরের পুলিশ কমিশনারের নেতৃত্বে কয়েক শ পুলিশ ইমরান খানের বাসভবনে তল্লাশি অভিযান চালাবে। 

আমির বলেন, ‘আমরা খবর পেয়েছি ওই বাড়িতে অন্তত ৪০ জন সন্ত্রাসী আত্মগোপন করে আছে। তাই বাড়িটিতে তল্লাশি চালাতে আমরা ৪০০ পুলিশ সদস্যকে পাঠানোর চিন্তা করছি।’ 

৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের ঘটনায় দেশজুড়ে বিশৃঙ্খলা ও সহিংসতা শুরু করেন তাঁর সমর্থকেরা। ১২ মে আদালতের নির্দেশে ইমরানকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এই বিশৃঙ্খলা অব্যাহত থাকে।
বিশৃঙ্খলাকারীদের চিহ্নিত করে গত এক সপ্তাহ ধরে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে