হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরান খান-বুশরা বিবির বিরুদ্ধে নতুন আরেকটি তোশাখানা মামলা 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন করে আরেকটি তোশাখানা মামলা দায়ের করা হয়েছে। দেশটির দুর্নীতি দমনকারী সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি বা ন্যাব) আজ মঙ্গলবার ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতে এই মামলা দায়ের করে। পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সৌদি আরবের যুবরাজের দেওয়া স্বর্ণালংকার উপহার নিয়ে অনিয়মের অভিযোগে ইমরান খান ও তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে এই মামলা দায়ের করেন ন্যাবের দুই কর্মকর্তা মহসিন হারুন ও ওয়াকার হাসান। মহসিন হারুন এই মামলার তদন্ত কর্মকর্তা এবং ওয়াকার হাসান এই মামলার তত্ত্বাবধায়ক।

মামলার নথি অনুসারে, ইমরান খান ও তাঁর স্ত্রীকে আদিয়ালা কারাগারে সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের পর এই মামলাটি দায়ের করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি আদালতের রেজিস্ট্রার বিভাগ এই মামলাটি পর্যালোচনা করে আদালতের বিচারকের কাছে পাঠাবে।

ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত গত ১৩ জুলাই ইমরান খান ও তাঁর স্ত্রীকে ইদ্দত মামলায় খালাস দেওয়ার পরপরই নতুন তোশাখানা মামলায় এই দম্পতিকে গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া মাত্র এক দিন আগেই আরেকটি তোশাখানা মামলায় ইমরান খান ও তাঁর স্ত্রীকে ১৫ দিনের বিচার বিভাগীয় রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

চলতি বছরের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানে জাতীয় নির্বাচনের আগে ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা চারটি মামলায় তাঁকে কারাদণ্ড দেয়। এর সবগুলো থেকে খালাস পেয়েছেন ইমরান খান। গত আগস্ট থেকে কারাগারে থাকা এই নেতা রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের অভিযোগ থেকে গত মাসে খালাস পান তিনি। অন্য দুটি দুর্নীতি মামলায়ও তাঁকে খালাস দেওয়া হয়েছে। সর্বশেষ এই ইদ্দত মামলায় খালাস পেলেন তিনি।

লিবিয়ার হাফতারকে যুদ্ধবিমানসহ ৪০০ কোটি ডলারের বেশি সামরিক সরঞ্জাম দিচ্ছে পাকিস্তান

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে