Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

ইসলামাবাদে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ধসে পড়ল দেয়াল, নিহত ১১

অনলাইন ডেস্ক

ইসলামাবাদে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ধসে পড়ল দেয়াল, নিহত ১১

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় দেয়াল ধসে অন্তত ১১ জন নিহত হয়েছেন। আজ বুধবার সংঘটিত এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ছয়জন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের গ্র্যান্ড ট্রাঙ্ক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, আজ প্রবল মৌসুমি বৃষ্টিপাতের কারণে ঘটনাস্থলে ব্যাপক পানি জমে যায়। পরে আগে থেকেই দুর্বল হয়ে থাকা দেয়ালটি ধসে পড়ে যায়। 

স্থানীয় পুলিশের সুপারিনটেনডেন্ট খান জেব জানিয়েছে, অত্যাধুনিক সরঞ্জামাদির সাহায্যে ধ্বংসস্তূপ থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার জেব জানান, ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। ধ্বংসস্তূপে আটকা পড়ে আছে বলে সন্দেহ করায় এখনো ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। 

পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সের (পিমস) নির্বাহী পরিচালক ড. ইমরান সিকান্দারের মুখপাত্র ডা. মোবাশ্বির দাহা জানিয়েছেন, নিহতদের প্রায় সবাই শ্রমিক। তাঁদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ডা. দাহা আরও বলেন, ছয়জন আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাকিরাও আশঙ্কামুক্ত। 

ঘটনার পর পিমস হাসপাতাল কর্তৃপক্ষ সব চিকিৎসক ও প্যারামেডিকেল স্টাফদের সতর্ক অবস্থায় রেখেছে। এ বিষয়ে ডা. দাহা বলেন, ‘পিমস প্রশাসন তীব্র বৃষ্টিপাতের পরে সম্পূর্ণ সতর্ক রয়েছে। যেকোনো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় হাসপাতালের কর্মীরা প্রস্তুত।’ 

ইসলামাবাদ পুলিশের ডেপুটি কমিশনার ইরফান নওয়াজ মেমন একটি বিবৃতিতে বলেছেন, ঘটনাস্থলে শ্রমিকেরা একটি তাঁবুতে অবস্থান করছিলেন। পরে সেখানে দেয়ালটি ধসে পড়লে ১১ জন নিহত হন। বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকেরা শহরের গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে একটি আন্ডারপাস নির্মাণের কাজ করছিলেন।

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে বোমা হামলা, ৭ শিশুসহ নিহত ১২

টাইম ম্যাগাজিনে ইমরান খানের নিবন্ধ: কঠোর স্বৈরশাসনের কবলে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর