Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন দিলেন নারী

বিয়ে করায় সাবেক স্বামীর বাড়িতে আগুন দিলেন নারী

সাবেক স্বামীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। তাঁর আগের স্বামী আবারও বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে এই কাজ করেছেন তিনি। যদিও বছর তিনেক আগেই তাঁদের বিচ্ছেদ হয়েছিল।

এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে। আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, বিবাহবিচ্ছেদের তিন বছর পর সাবেক স্বামী আবারও বিয়ে করায় পাঞ্জাবের গুজরানওয়ালায় এক নারী তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে পুলিশ রোববার রাতে জিও নিউজকে জানিয়েছে। 

পুলিশ জানিয়েছে, ওই নারীর দেওয়া আগুনে তাঁর সাবেক স্বামীর ভাই দগ্ধ হয়ে আহত হয়েছেন এবং তাঁর জিনিসপত্র ও নববিবাহিত দম্পতির ঘরেও আগুন লেগে যায়।

পুলিশ বলছে, আদনান নামের ওই ব্যক্তি তিন বছর আগে ঝগড়ার জেরে তাঁর তৎকালীন স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। তবে গত শনিবার রাতে তিনি পুনরায় বিয়ে করেন এবং রোববার তাঁর বউভাতের অনুষ্ঠান ছিল এবং এ সময় রাতের আঁধারে আগুন দেওয়ার ঘটনাটি ঘটে।

জিও নিউজ বলছে, লোকটি যখন তাঁর বিয়ের অনুষ্ঠানে ছিল, তখন তাঁর সাবেক স্ত্রী তাঁর বাড়িতে আগুন ধরিয়ে দেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরও জানিয়েছে, ওই নারী তাঁর বোন ও ভগ্নিপতিকে নিয়ে তাঁর সাবেক স্বামীর বাড়িতে আগুন দিয়েছেন। তাঁরা ছাদ দিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করেছিলেন। ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের গুজরানওয়ালার মডেল টাউন এলাকার মহল্লা ইসলামাবাদে।

প্রসঙ্গত, ১০ বছর আগে আদনান ও সালেহার বিয়ে হয়েছিল। এর পর থেকে তাঁরা ওই ব্যক্তির (আদনানের) মা–বাবার পাশের একটি বাড়িতেই থাকতেন।

তবে পারিবারিক কলহের জেরে ওই দম্পতির বিবাহবিচ্ছেদ হলে আদনান তাঁর পিতা–মাতার বাড়িতে ফিরে আসেন। এই ঘটনার তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আকাশসীমা ও বাণিজ্য বন্ধ করে ভারতের পদক্ষেপের জবাব দিল পাকিস্তান

ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘোষণা

ভারতের কঠোর পদক্ষেপের জবাবে কী ভাবছে পাকিস্তান

পাকিস্তান থেকে ফেরত পাঠানো হচ্ছে আফগান শরণার্থীদের, বিপাকে হাজারো পরিবার

করাচিতে সংখ্যালঘু আহমদিয়া সম্প্রদায়ের এক সদস্যকে পিটিয়ে হত্যা

গাজা ইস্যুতে কেএফসিতে হামলা করায় পাকিস্তানে ১৭৮ জনকে গ্রেপ্তার

ইউক্রেনের পর এবার পাকিস্তানের খনিজে নজর যুক্তরাষ্ট্রের

সোলার প্যানেল আমদানিতে নীরবে সবাইকে টেক্কা দিল পাকিস্তান

পাকিস্তান থেকে দেড় লাখ শ্রমিক নেবে বেলারুশ