Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

সাইফার মামলায় প্রধান অভিযুক্ত ইমরান ও কোরেশি, হতে পারে মৃত্যুদণ্ডও 

অনলাইন ডেস্ক

সাইফার মামলায় প্রধান অভিযুক্ত ইমরান ও কোরেশি, হতে পারে মৃত্যুদণ্ডও 

সাইফার মামলায় প্রধান অভিযুক্ত করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে। দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) এই দুজনকে প্রধান আসামি করে চার্জশিট জমা দিয়েছে আদালতে। অভিযোগ প্রমাণিত হলে এই মামলায় ইমরান খান ও কোরেশির মৃত্যুদণ্ডও হতে পারে। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পাকিস্তানের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে এই সাইফার মামলার বিচারের লক্ষ্যে একটি বিশেষ আদালত গঠিত হয়েছে। এফআইএর কর্মকর্তারা এই আদালতেই সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশিকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করে চার্জশিট জমা দিয়েছেন। 

ইমরান খান ও শাহ মাহমুদ কোরেশি ছাড়াও এই মামলায় সাবেক মুখ্য সচিব আজম খান, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের সাবেক মহাসচিব আসাদ উমরকেও অভিযুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিষয়টির সঙ্গে জড়িত একটি সূত্র। চার্জশিটে কয়েকজনকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়েছে।

এফআইএর কর্মকর্তারা চার্জশিটে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের ৫ ও ৯ ধারায় অভিযোগ এনেছেন। এই অভিযোগ প্রমাণিত হলে আসামিদের মৃত্যুদণ্ড কিংবা ১৪ বছরে কারাদণ্ড হতে পারে। তবে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ এই চার্জশিটকে অস্বীকার করে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে। 

এদিকে তদন্ত সংস্থা এই মামলায় সব মিলিয়ে ২৭ জনকে সাক্ষী করেছে। তাঁদের মধ্যে প্রায় সবাইকে এই মামলায় আদালতে এসে সাক্ষ্য দেওয়ানো হবে। এরই মধ্যে মামলার প্রধান সাক্ষী আজম খান সাক্ষ্য দিয়েছেন ইমরান খানে বিরুদ্ধে। এই সাক্ষ্য দেওয়ার আগে তিনি দীর্ঘ কয়েক মাস জনসমক্ষে আসেননি। তিনি দাবি করেছেন, ইমরান খান সে সময় পার্লামেন্টে তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব থেকে জনসাধারণের মনোযোগ সরানোর জন্য ওই গোপন নথির বিষয়টিকে সামনে এনেছিলেন।

আজম খান বিবৃতিতে অভিযোগ করেন, ইমরান খান আজম খানকে বলেছিলেন, তিনি জনসাধারণের সামনে ওই গোপন নথি প্রকাশ করবেন। তিনি আরও দাবি করেছেন, তিনি ইমরান খানকে সেই নথি দিয়েছিলেন এবং পরে বারবার ফেরত চাইলেও ইমরান খান সেটি ফেরত দেননি।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রস্তুতি শুরু করেছে ইসলামাবাদ

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে বোমা হামলা, ৭ শিশুসহ নিহত ১২

টাইম ম্যাগাজিনে ইমরান খানের নিবন্ধ: কঠোর স্বৈরশাসনের কবলে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই