হোম > বিশ্ব > পাকিস্তান

ইমরানের প্রাণ রক্ষার জন্য যুবককে ধন্যবাদ প্রাক্তন স্ত্রী জেমিমার

বড় বিপদ থেকে বেঁচে গেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। বর্তমানে রয়েছেন শঙ্কামুক্ত। ইমরান খান প্রাণে বেঁচে যাওয়ায় তাঁর প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ স্বস্তি প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইমরানকে বাঁচাতে এগিয়ে আসা যুবকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। 

আজ শুক্রবার টুইটারে ইমরান খানের প্রাক্তন স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ লেখেন, আমাদের সন্তানদের পক্ষ থেকে ওই সাহসী যুবককে ধন্যবাদ জানাই, যিনি ভিড়ের মাঝে অস্ত্রধারীদের সামনে থেকে ইমরানকে বাঁচিয়েছেন। 

এর আগে লাহোরের শওকত খানম হাসপাতালের বাইরে ডা. ফায়সাল সুলতান সাংবাদিকদের বলেন, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে শঙ্কামুক্ত আছেন। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। এক্স-রে এবং স্ক্যানে দেখা গেছে, ইমরানের গুলিবিদ্ধ পায়ে বুলেটের টুকরা রয়ে গেছে। বুলেটের টুকরা বের করার জন্য তাঁকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেলে পাকিস্তানের ওয়াজিরাবাদ শহরে ‘হাকিকি আজাদ’ লংমার্চে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন ইমরান। এ সময় পিটিআইয়ের আরেক নেতা ফয়সাল জাভেদসহ আরও একজন গুরুতর আহত হন। হামলাকারীকে আটক করা হয়েছে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে ইমরান খানের ওপর সন্দেহভাজন হামলাকারীকে গুলি করে হত্যা করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ইমরান খানের ঘনিষ্ঠ সহযোগী রওফ হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দ্বিতীয় আরেকজন হামলাকারীকে আটক করে পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে।’ তবে, মূল হামলাকারী কে সে বিষয়ে রওফ কোনো তথ্য নিশ্চিত করতে পারেননি। 

প্রসঙ্গত, জেমিমা গোল্ডস্মিথ হলেন ইমরান খানের প্রথম স্ত্রী। ১৯৯৫ সালে যুক্তরাজ্যের নাগরিক জেমিমার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ইমরান খান। পরে অবশ্য ২০০৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। জেমিমা গোল্ডস্মিথ বর্তমানে যুক্তরাজ্যেই বসবাস করেন।

আরও পড়ুন:

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন