Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

পাকিস্তান এয়ারলাইনস বিক্রির প্রক্রিয়া শুরু

অনলাইন ডেস্ক

পাকিস্তান এয়ারলাইনস বিক্রির প্রক্রিয়া শুরু

পাকিস্তানের পতাকাবাহী জাতীয় বিমান পরিবহন সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে (পিআইএ) বেসরকারীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছে দেশটির সরকার। এ লক্ষ্যে একটি কমিটিও গঠন করা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে মেটিস গ্লোবাল এই তথ্য জানিয়েছে।

এরই মধ্যে একটি গেজেট নোটিফিকেশন জারি করা হয়েছে এ লক্ষ্যে। গেজেটে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসকে একটি গভর্নমেন্ট হোল্ডিং কোম্পানি রূপান্তরের রূপরেখাও দেওয়া হয়েছে। তবে এই রূপরেখার বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি প্রতিবেদনে।

এদিকে, পাকিস্তানি সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, পাকিস্তান এয়ারলাইনসের বেসরকারীকরণের আনুষ্ঠানিক প্রক্রিয়া এগিয়ে নিতে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রধান করা হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা ও বিমান চলাচলমন্ত্রী খাজা আসিফ। পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বেসরকারীকরণ মন্ত্রী আলীম খানও এই কমিটির অংশ।

অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থাটি দীর্ঘদিন ধরেই মুনাফা করতে পারছে না। নিয়মিত লোকসান গুনতে থাকলেও আগের সরকার এই সংস্থার সংস্কার বা বিক্রির সিদ্ধান্ত নিতে পারেনি। পরে গত বছরের জুনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্তের আওতায় তৎকালীন সরকার পাকিস্তানের পতাকাবাহী এই প্রতিষ্ঠানকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করে। 

এরই ধারাবাহিকতায় পাকিস্তান এয়ারলাইনস বিক্রির পথে এগিয়ে যাচ্ছে। বর্তমানে পিআইএয়ের দায় ৭৮ হাজার ৫০০ কোটি পাকিস্তানি রুপি বা ২৮১ কোটি ডলার। এর মধ্যে গত বছরের জুন পর্যন্ত সংস্থাটির লোকসানই হয়েছে ৭১ হাজার ৩০০ কোটি রুপি। কেবল ২০২৩ সালেই সংস্থাটির মোট লোকসান ১১ হাজার ২০০ কোটি রুপি।

এসব দায় নিয়েই পাকিস্তান এয়ারলাইনস বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব জানিয়েছেন, এই কমিটি চলতি বছরের জুনের মধ্যে পাকিস্তান এয়ারলাইনস বিক্রির বিষয়টি শেষ করবে।

টাইম ম্যাগাজিনে ইমরান খানের নিবন্ধ: কঠোর স্বৈরশাসনের কবলে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ