হোম > বিশ্ব > পাকিস্তান

যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের নথি হারানোর কথা আবারও স্বীকার করলেন ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান আবারও একটি সাংকেতিক নথি হারানোর কথা স্বীকার করেছেন। নথিটি তিনি কোথায় রেখেছেন তা মনে করতে পারছেন না বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তাদের। 

অভিযোগ রয়েছে, ওই নথিটিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার পেছনে যুক্তরাষ্ট্রের যড়যন্ত্রের তথ্য আছে। পাকিস্তানের জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে অপসারিত প্রধানমন্ত্রী ইমরান খানকে অ্যাটক কারাগারে ফেডারেল তদন্ত সংস্থার (এফআইএ) তিন সদস্যের একটি দল জিজ্ঞাসাবাদ করেছে। নিখোঁজ সাংকেতিক নথি মামলার এ জিজ্ঞাসাবাদে নেতৃত্ব দিয়েছেন এফআইএর ডেপুটি ডিরেক্টর আইয়াজ খান। 

সূত্র জানিয়েছে, পিটিআইর প্রধান ধৈর্যের সঙ্গে ঘণ্টাব্যাপী তদন্তকারী দলকে সহযোগিতা করেছেন। তবে গত বছর এক জনসমাবেশে তাঁর হাতে থাকা কাগজটি সাংকেতিক নথি বলে অস্বীকার করেছেন। 

ইমরান খান দাবি করেন, ‘জনসভায় আমার হাতে থাকা কাগজটি মন্ত্রিসভা বৈঠকের নথি ছিল। কোনো সাংকেতিক নথি নয়।’ তবে কেন তিনি কাগজটিকে জনসমক্ষে সাংকেতিক নথি বলেছিলেন তার জবাব দেননি। 

ধারণা করা হচ্ছে, এটি সম্ভবত সাংকেতিক নথি হারানো মামলার তদন্তের শেষ পর্যায়, যা আগামী সপ্তাহে শেষ হবে। শিগগিরই মামলার তদন্ত কর্মকর্তারা সিদ্ধান্তে আসতে পারস্পরিক বৈঠক শুরু করবেন এবং অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে।

‘ন্যায়বিচারের দুয়ার বন্ধ’, রাজপথে নামার প্রস্তুতি নিতে বললেন ইমরান খান

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির ১৭ বছরের কারাদণ্ড

ভিক্ষাবৃত্তির অভিযোগে বিভিন্ন দেশ থেকে ৩২ হাজারের বেশি পাকিস্তানি বহিষ্কার

ট্রাম্পের গাজা পরিকল্পনার দৃশ্যপটে ফিল্ড মার্শাল আসিম মুনির, পাকিস্তানে গৃহদাহের শঙ্কা

ইমরান খানের জন্য ইলন মাস্কের কাছে জেমিমার আবেদন

দেশভাগের পর এই প্রথম পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পাঠদান

ইমরান খানের ঘনিষ্ঠ সাবেক গোয়েন্দাপ্রধানের ১৪ বছর কারাদণ্ড

যুক্তরাষ্ট্র থেকে এফ–১৬ যুদ্ধবিমানের উন্নত প্রযুক্তি কিনল পাকিস্তান

পাকিস্তানের সরকার নয়তো জঙ্গি—যে কোনো একটি বেছে নেওয়ার পরামর্শ আফগান তালেবানকে

ভারত যেন হুঁশে থাকে, এবার পাল্টা আঘাত হবে দ্রুত ও মারাত্মক—পাকিস্তানের সিডিএফ হয়েই আসিম মুনিরের গর্জন