Ajker Patrika
হোম > বিশ্ব > পাকিস্তান

প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পিটিআই নেতার সাক্ষাৎ, সমঝোতার ইঙ্গিত 

অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে পিটিআই নেতার সাক্ষাৎ, সমঝোতার ইঙ্গিত 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দী ইমরান খানের সঙ্গে সুবিধাজনক সময়ে সাক্ষাৎ করবেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর। গতকাল বুধবার ইসলামাবাদে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর এমনটাই জানিয়েছেন গান্দাপুর। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সরকার গঠন করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পার্টি (পিটিআই)। আলী আমিন গান্দাপুর সেই সরকারের মুখ্যমন্ত্রী। গতকাল বুধবার শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খানের সঙ্গে সুবিধাজনক সময়ে সাক্ষাৎ করতে তাঁকে সহায়তা করবেন শাহবাজ শরিফ। 

গান্দাপুর জানান, তিনি শাহবাজ শরিফের সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় ও অর্থনৈতিক সংকটের বিষয়াদি নিয়ে আলোচনা করেছেন। তিনি আরও জানিয়েছেন, তাঁরা দুজন আসন্ন সিনেট নির্বাচন নিয়েও আলোচনা করেছেন। 

প্রসঙ্গক্রমে শাহবাজ শরিফ ও গান্দাপুরের আলোচনায় ইমরান খানের বিষয়টি উঠে আসে। এ সময় গান্দাপুর সিনেট নির্বাচনের আগে ইমরান খানের সঙ্গে তাঁর সাক্ষাতের বিষয়টি উত্থাপন করেন। জবাবে শাহবাজ শরিফ স্বীকার করেন, পাকিস্তানের নির্বাচন প্রক্রিয়ায় ইমরান খানের যথেষ্ট প্রভাব আছে। আর তাই নির্বাচনী প্রক্রিয়া মসৃণ করতে তিনি আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে গান্দাপুরের সাক্ষাতের ব্যবস্থা করবেন। 

এ বিষয়ে গান্দাপুর বলেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এটি খুবই ইতিবাচক। তিনি (শাহবাজ) আমাকে বলেছেন, তিনি তাঁর প্রতিশ্রুতি রাখবেন এবং এর বরখেলাপ করবেন না।’ খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি তাঁকে বলেছি যে, রাজনৈতিক ইস্যুগুলো সমাধান করার জন্য (ইমরান) খানের সঙ্গে রাজনৈতিক ঐকমত্য জরুরি।’ 

ইমরান খানের সঙ্গে শাহবাজের সাক্ষাৎ প্রসঙ্গে আলী আমিন গান্দাপুর আরও বলেন, ‘তিনি (শাহবাজ) এ ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন এবং আমাকে বলেছেন, তিনি খানের সঙ্গে আমার বৈঠকের সুযোগ করে দেবেন যাতে আসন্ন সিনেট নির্বাচনকে সামনে রেখে আমরা পরামর্শ করতে পারি।’ 
 
বৈঠকে আলী আমিন গান্দাপুর ও শাহবাজ শরিফ ছাড়াও কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ও প্রাদেশিক ও সীমান্তবিষয়ক মন্ত্রী আমির মুকামসহ অন্যান্য শীর্ষ সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

পাকিস্তানে গত ৮ ফেব্রুয়ারি জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্রভাবে জিতে সংখ্যাগরিষ্ঠ থাকলেও কোনো রাজনৈতিক দলের ছায়ায় তারা নির্বাচন না করায় এবং দুই প্রধান প্রতিদ্বন্দ্বী পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) জোট গঠন করায় তাদের পক্ষে আর সরকার গঠন করা সম্ভব হয়নি। 

নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পিটিআই দেশজুড়ে কয়েক দফা বিক্ষোভ করেছে। এমনকি নির্বাচন কমিশনের পদত্যাগও চেয়েছে। তবে সেই সঙ্গে দলটি দেশটির পার্লামেন্টেও গিয়েছে। তারই ধারাবাহিকতায় এই প্রথম ইমরান খানের দলের কোনো শীর্ষ নেতা প্রধান প্রতিদ্বন্দ্বী পিএমএল-এন নির্বাচিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। অনেকে এই সাক্ষাৎকে পিটিআই ও সরকারের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত হিসেবেই বিবেচনা করছেন।

টাইম ম্যাগাজিনে ইমরান খানের নিবন্ধ: কঠোর স্বৈরশাসনের কবলে পাকিস্তান

খাইবার পাখতুনখাওয়ায় সেনা অভিযানে ১৫ সন্ত্রাসী নিহত

লিবিয়া উপকূলে নৌকা ডুবে ১৬ পাকিস্তানির মৃত্যু

কিশোরকে বিয়ে করতে পাকিস্তানে গিয়ে ভাইরাল এক মার্কিন নারী

হারানো পরিবার পাঁচ দশক পর পাকিস্তানে পেলেন বাংলাদেশি ইফতেখার

ভারতকে যুদ্ধের হুমকি পাকিস্তানের সেনাপ্রধানের

তরুণদের দেশত্যাগ কঠিন করে তুলেছে পাকিস্তান

ইমরান–বুশরার সাজার রায় চ্যালেঞ্জ করবে পিটিআই

ইমরান খানের আরও ১৪ বছরের কারাদণ্ড, স্ত্রী বুশরার ৭ বছর

পাকিস্তান এয়ারলাইনসের বিজ্ঞাপন নিয়ে বিতর্কের ঝড়, তদন্তের নির্দেশ